পাতা:রাসেলাস.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাসেলাস । ३० १ বলিয়া যে, আমার মনে বোধ হইয়াছে, ইহাই আমার পক্ষে যথেষ্ট ! কিন্তু মন্থষ্যের জীবনকাল অতি অল্প । জর আগমণকে আক্রমণ করিয়াছে ও দিন দিন আমার উপর বঙ্গ প্রকাশ করিতেছে। শীঘ্রই এমন সময় উপস্থিত হইবেক, যে সময়ে সংবৎসরের নিয়মকর্তীকেও ধূলিমাং হইতে হইবেক । এক জন উত্তরাধিকারী স্তির কfরয় তাহাকে সমুদায় ভার সমর্পণ করিব, এই ভাবলী BBBBBBB BBBB BBBB BBBBB BBBSJS যত লোক আমার নিকটে আইসে, আমি সকলের গুণ শীল পরীক্ষা করিয়া দেখি, কিন্তু তোমার মত উপযুক্ত লোক কাহাকেও দেখিতে পাই নাই । ” ইমলাকের প্রতি জ্যোতিৰ্ব্বিদের উপদেশ । সমস্ত পৃথিবীর হিত সাধনের নিমিত্ত যাহা যাহা জ্ঞাত হওয়া আবশ্যক, তদ্বিযয়ে তোমাকে উপদেশ দিতেছি, শ্রবণ কর । রাজার কতিপয় লক্ষ মাত্র লোকের শাসন ও পালন করিয়া থাকেন। উtহাদিগের বিশেষ মনোযোগ অথবা অমনোযোগে সেই সকল লোকের বিশেষ উপকার অথবা যৎপরোনাস্তি অপকার হইবার সম্ভাবনা নাই । যাহাদিগের বিশেষ উপকার ও অপকার করিবার ক্ষমতা নাই, তাহাদিগের কর্ণ, যখন কঠিন কৰ্ম্ম বলিয়া প্রসিদ্ধ আছে ; তখন, ঘঁহাকে ভূতগণের কার্ঘ্যের নিয়ম করিতে হইবেক, র্যাহীকে আলোক ও উষ্ণগুণয়