রাসেলাস । ९९ s রাসেলসের এই আপত্তির নিরীকরণ করতে কেহ চেষ্টা পাইলেন না। তখন ইমলাক ভাবিলেন যে, রাজ
কুমারী ও উহার সহচরী আর জোতিৰ্ব্বিদের সহিত সাক্ষাৎ করিবার অভিলাষ রাখেন না । কিন্তু পর দিন পেকুয়া কহিল “ আমি জ্যোতির্কিদের সহিত সাক্ষাং করিবার সুন্দর সুযোগ স্থির করিয়াছি । আরবসেনাপত্তি, আমাকে যে গ্রহমণ্ডলীর বিবরণ শিথাইতে আরম্ভ করিয়াছিলেন, তাহাই উত্তমরূপ শিখিবর উদেশে তথায় খাইব । স্ত্রীলোকের একাকী যাওয়! ভাল দেখ+য় না বলিয় রাজকুমারীও আমার সমে যাইবেন ।” ইমলাক কহিলেন “ ভেfমাদিগকে জ্যোতিৰ্ব্বিদ্যার উপদেশ দিতে হইলে বোধ হয়, শীঘ্রই ভিনি বিরক্ত হইয়া উঠিবেন । যিনি যে বিদ্যায় অধিক বুৎপন্ন, তিনি সেই বিদ্যার স্থল স্কুল বিষয় সকল বারম্বার বলিতে ও বুঝাইয়া দিতে ভাল বাসেন না। সেই সকল স্কুল স্থূল বিষয়ও বুঝাইয়া দিবার সময় এত উদাহরণ দেন ও এত তর্ক বিতর্ক করেন যে, তোমাদিগের মত অব্যুৎপন্ন ছাত্র তাহার শ্রোত হইতে পারে না ।” পেকুয়া কছিল “ তাহার জন্য কিছু ভাবনা নাই । তোমাকে কেবল এই মাত্র অনুরোধ করিতেছি যে, তুমি আমাদিগের সহিত উপহার সাক্ষাৎ করিয়া দাও । তুমি যেরূপ ভাবিত্তেছ, বোধ হয়, তাহ অপেক্ষা আমি অধিক শিখিয়াছি। জার আমি সৰ্ব্বদা