পাতা:রাসেলাস.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাসেলাস । くや> নিকীয়া কহিলেন “ ইনলাক ! তোমার বিবেচনায় কি সন্ন্যাসধৰ্ম্ম সৰ্ব্বাপেক্ষা পবিত্র ও উৎকৃষ্ট : যিনি সরলান্তঃকরণে লোকের নিকট সংকথার প্রসঙ্গ করেন, যিনি ধন দিয়া দীন হীনের দুঃখ দূর করেন, গিনি শিক্ষা ও সতুপদেশ দিয়া অনভিজের অজ্ঞানাজকরে দুর করেন, যিনি চেষ্ট ও যত্নসহকারে জীবনযাত্রায় সুনীর নিয়ম ও প্রণালী সংস্থাপন করেন,যিনি পরিশ্রম করিয়া লোকসমাজের হিন্ত সাধনের চেষ্টা পান.তিনি আশ্রস্যেচিত উপব-ৈ মাদি লা করিয়া এবং সাংসারিক নিৰ্দোষ তামোদ গ্রমোদে আসক্ত হইয়াও কি সঙ্গ্যাসীর মত, তীবী স্থখ ও পর লোকে পরিত্র;ণ পাইথার আশা করিতে পারেন ন! * * ইমলাক কহিলেন "এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ কৰ্ম্ম নহে। এ বিষয়ে জ্ঞানীদিগেরও মতামত আছে, সাধুরাও সহসা ইহার উত্তর দিতে পারেন না। আমার মতে, যিনি সন্ন্যাসধৰ্ম্ম আশ্রয় করিয়া নিরন্তর ধৰ্ম্ম কৰ্ম্মের অনুষ্ঠান পুৰ্ব্বক সুন্দর রূপ চলিতে পারেন, তাহ অপেক্ষা, যিনি সংসারে থাকিয়া ন্যায় পথে সুন্দরন্ধপ সংসায়যাত্রা নিৰ্ব্বাহ করেন, তিনিই উৎকৃষ্ট ও প্রশংসনীয় । কিন্তু সংসারে এত লোভনীয় বস্তু অাছে যে, সকলে সেই সমুদায়ের লোত পরিত্যাগ করিতে সমর্থ নহে ; যাহারা লোভের বশীকরণ করিতে সমর্থ নয়, তাহাদিগের সংসার পরিত্যাগ করাই শ্রেয়। কতগুলি লোক জগতের কিছু