এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় অধ্যায়॥
চারি বর্গপতি।
কাচ-বরগের ক-মহারথী;
তপ-বরগের ত-কুলপতি;
নট-বরগের ন-নটবর;
রস-বরগের র-গুণধর;—
চারি বরগের চারি অধিপ
বরণমালা’র কুল প্রদীপ॥
কচবর্গের ক-রেখা।
ক-রেখা বেত্রের ছড়ি, ছাত্রের দমন।
কভু দাঁড়ি (।), কভু কসি (—), যখন যেমন॥
এই টানিলাম দাঁড়ি (।), ক ইহার নাম।
দেখিবে লিখিব কক? (।।) এই লিখিলাম॥
দুই ক লিখিনু বটে — কিন্তু দুই টানে।
ইহাতে অবোধ মন প্রবোধ না মানে॥
এক টানে লেখা চাই লিখিবার যাহা।
তাহা সে কেমনে হ’বে — দেখি-না তো রাহা॥