পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । পুনর্জীবন লাভ করিল, ও মত্ত বারণের মত দন্ত-লগ্ন করিয়া গ্রীক-শিবির উৎপাটিত করিতে উদ্যত হইল ; যখন “গ্রীক-দেশ আর নাই” বলিয়া, গ্ৰীক-যোদ্ধা হুতাশে ধূম্ৰ দেখিতে লাগিলেন ; তখন এগামেমনন একিলিসকে সাধিতে প্রস্তুত হইলেন । কিন্তু, শ্রেষ্ঠ বীরকে কি দিয়া সাধিলেন ? “সপ্ত সুমনোহর রাজ্য দিব, সুন্দরী রেসিসকে তোমার ভুজ বন্ধনে ফিরাইয়া দিব, যুদ্ধ-লব্ধ অপারাতুল্য লাবণ্যময়ী বিশটি রমণী দিব, দশ ট্যালেণ্ট (Talent) খাটি স্বর্ণ দিব,--এতেও যদি না মান, তবে লেডোছি, একিজেনি, ক্রীসোগেমি নামী আরও তিন জন বিখ্যাত পরীতুল্য সুন্দরী রমণী দান করিব । এস, ফিরিয়া আসিয়া যুদ্ধ কর।” * ইউলেসিস মহাজ্ঞানী-–‘ডিভাইন ইউলেসিস, কিন্তু তিনিও সৈন্তদিগকে যুদ্ধের উৎসাহ দেওয়ার সময় বলিতেছেন,—“যুদ্ধ কর, প্রত্যেকে একটা একটা সুন্দরী ক্রোড়ে পাইবে।” + আর ট্রোজান-যুদ্ধ! যে পারিস, পবিত্র আতিথ্য সম্মান দলন করিয়া, পরস্ত্রী লইয়া পলায়ন-পর, সেই পারিস, পরম সুন্দর হইলেও, তাহাকে শত ধিক ! স্বীয় স্ত্রীর ব্যভিচার সম্যক জানিয়াও, যে মানিলস, পুন: তদাকাজা করিয়া যুদ্ধ করে, সেই মানিলসকেও শত ধিক ! যে শ্রেষ্ঠ বীরগণ, যুদ্ধ-লব্ধ রমণীর অংশ লইয়া কলহ করে, সেই বীরগণ—দেবানুগৃহীত হইলেও, তাহদিগকে শত ধিক ! য়ে প্রায়াম ও হিকুবা হেলেনকে গৃহ হইতে তাড়াইয়া না দিয়া তজ্জন্ত স্বস্বতবর্গকে যুদ্ধলিপ্ত করিতেছেন, সে প্রায়াম ও হিকুবাকে শত ধিক ! ধাৰ্ম্মিক হইয়াও যে হেক্টার, হেলেনকে স্বগৃহ-আঙ্গিনায় সহ করিতেছেন ও তাহাকে মিষ্টমুখে

  • ইলিয়াড়, ৯ম অধ্যায় । { ইলিয়াড, ২য় অধ্যায় ।