পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や বঙ্গে ভক্তি । জিনিষের হ্যায় পরাধীনতার ও একটা শুভ দিক অাছে, তাহা এই | সংস্কারক পরাধীনতার অনেক দোষ গাহিবেন ; কিন্তু পরাধীনতার ফলে বাঙ্গালী নিজ স্বাৰ্থ ভুলিয়া প্রেমিক হইতে পারিয়াছে—ইংরেজী প্ৰেম-পুষ্পে আত্মাভিমানের গন্ধ প্রতি পত্রে পত্রে । কিন্তু বাঙ্গালী বড় দুঃখ সহ করিতে পারে, পরের সেবার জন্ত স্বীয় জীবন-কুসুম ইহলোকে দুঃখের স্রোতে ছাড়িয়া দিতে পারে, বঙ্গদেশের শিরে এই প্রেম—মুকুট, বঙ্গদেশের কণ্ঠে এই প্রেম—পুষ্প-মাল্য ! জাতীয় চরিত্র পাইলাম—প্রতিভা গড়িতে হইবে ;–গড় চৈতন্যদেব—গড় চণ্ডিদাস, আর গড় কৃষ্ণকমল ! বঙ্গদেশে যেরূপ ভক্তি, বঙ্গদেশে যেরূপ প্রেম, এরূপ অল্প কোন দেশে হয় নাই । বঙ্গদেশের ভক্তি-উদ্যানের শ্রেষ্ঠতম পুষ্প —চৈতন্তদেব । প্রেমকুঞ্জের শ্রেষ্ঠতম পুষ্প—চৈতন্তদেব । ইয়োরোপে চৈতন্তদেব জন্মিতে পারেন না---উত্তরপশ্চিমাঞ্চলেও বুঝি চৈতন্যদেব সম্ভব নহে। পূৰ্ব্বে বলিয়াছি, জাতীয় জীবনের সম্যক্-বিকশিত সুষমারাশি প্রতিভায় পরিস্ফুট হয়। চৈতন্যদেব অর্থ—বঙ্গদেশের জাতীয় জীবনের আভ্যন্তরীণ নিৰ্ম্মলতা, রমণীজনোচিত নির্ভর-প্রিয় ভালবাসা, চন্দনান্দ্ৰ নলিনীর দ্যায় অশ্রুসিক্ত ভক্তি ; চৈতন্যদেব বঙ্গীয় জাতীয় জীবনের পবিত্রতার ফটোগ্রাফ । যাহার অন্তদৃষ্টি কম, তিনি বলিবেন, অধঃপতিত বঙ্গদেশে চৈতন্তদেব দিবচ্যুত দেবতার স্তায় বিধির ভুলে স্বর্গ হইতে পড়িয়াছেন ; কিন্তু ভূতত্ত্ববিৎ যেরূপ মৃত্তিকা ও বায়ু পরীক্ষা করিয়াই বলিতে পারিবেন—সেই মৃত্তিকা ও বায়ুতে নাগপুষ্প, কণিকার পুষ্প, কি মাধবীলতা প্রস্থত হইবে, সেইরূপ