পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । Q(r চরণে লুষ্ঠিত হইয়াছিল। চৈতন্তকে যাহারা পূজা করিতে জানে, তাহারা বঙ্গ দেশকে পূজা করিতে জানে। কারণ, বঙ্গদেশের চির-সঞ্চিত ভক্তি, চির-সঞ্চিত প্রেম, তিনটী অক্ষরে ব্যক্ত --সে ত্রি-অক্ষর “চৈতন্ত্য"। গোরার বয়স অল্প, তাহাতে কি ? “তেজস্বিনাং ন বয়ঃ সমীক্ষ্যতে।” এক দিনের চন্দন-তরু, সে ও চন্দনতরু, বহু বর্ষের নিস্ব তরু হইতে তাহা শ্রেষ্ঠ । গোরা বঙ্গদেশের ইতিহাস-গোরাকে প্রণাম করি । বঙ্গদেশের জীবনে ঈশ্বর কিরূপ লীলা করিয়াছেন, গোরা তাহার সংক্ষিপ্ত, জীবস্ত, সতেজ চিহ্ন— গোরাকে প্রণাম করি। বঙ্গদেশের ঈশ্বরত্বটুকু, কুসুমপঙক্তির শোভাটুকু, হৃদয়ের নিৰ্ম্মলতাটুকু, তিন অক্ষরে ব্যক্ত-তাহা চৈতন্ত। আমি মাতৃভূমি বঙ্গদেশকে শতবার প্রণাম করি। আমার মাতৃভূমির যাহা কিছু শোভা, তাহা যাহার এক জীবন-পুষ্পে সম্যক বিকশিত, সেই বঙ্গের মুকুট, ভক্তচূড়ামণি, প্রেমের সরস পদ্ম, ভগবানের অবতার, গোরাকে শত সহস্র বার প্রণাম করি । বঙ্গদেশের প্রেমের সঙ্গে, অন্তান্ত দেশের প্রেমের অনেক ব্যবধান । বঙ্গদেশের প্রেম আত্মাভিমান-বিবর্জিত । দুইটী উদাহরণ দিয়া বুঝাইব । ইনিস বহিয়া যায়। যে রণতরী ইনিসবাহী, সে রণতরীতে ডিডোর সৰ্ব্বস্ব ভাসিয়া যায়। ডিডো অনেক সাধিল ; চরণে মস্তক নত করিয়া, ডিডো, করযোড়ে ইনিস্দেবের অনেক তপস্তা করিল! কিন্তু ইনিস, প্রথমতঃ পরস্ত্রীর প্রেমে আসক্ত হইয়া, রমণী-হৃদয় ভগ্ন করিতে কুষ্ঠিত হন নাই । কৰ্ত্তব্য জ্ঞান তখন * নিদ্রিত ছিল । এখন ডিডোর হৃদয় ভাঙ্গিতে, ডিডোকে বধ