পাতা:রেখা-দীনেশচন্দ্র সেন.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা । (tዓ হে হিকাটী, দেব-দৈত্য, গন্ধৰ্ব্ব, কিন্নর, দেখেছ আমার দুঃখ, যেন সে পামর পড়ে শক্র হস্তে, তার বন্ধুজন সাথে মৃত্যু যেন হয়, অগ্নি-বরুণ বিদ্যুতে।” ইনিস ; ভার্জিল ; ৪র্থ অধ্যায়। এর পরে আরও ভীষণ অভিশাপ আছে। এ সব, ভালবাসার -গুলি, বারুদ, তপ্ত গন্ধক দ্রব । বঙ্গ দেশে ভালবাসা কেবলই ফুলশয্যা, এখানে তাহা নহে । এখানে প্ৰেম-ফুল বিষাক্ত ; এ ফুল-শমা নহে -এ অহি-শ যা ; প্রণী কি শুষ্টতে ইচ্ছুক ? ডিডো যে ইনিসকে ভালবাসে না, তাহা নহে । ঐ দেখ, এত অভিসম্পাতের পর, ডিডে শয্যাগৃহে প্রবেশন স্তর, ইনিসের পরিত্যক্ত পরিহিত বস্ত্র দেখিয়া, চক্ষের জল সামলাইতে পারিতেছে না। এবার নীল-কুঞ্চিত-কুন্তলা অভিমানিনীর বিষম মান টলিল ; সেই পরিত্যক্ত বস্ত্ররাশি দেবপূজার নিম্মাল্যের স্তায় পবিত্র জ্ঞান করিয়া চুম্বন করিল। কিন্তু দুৰ্জ্জয় মান কি যায় ? ইনিসের পরিত্যক্ত আসি বক্ষে বিদ্ধ করিয়া, হতভাগিনী প্রাণত্যাগ করিল, জীবন-কুসুম প্রেম-স্রোতে পড়িয়া মারা গেল। কিন্তু মরিবার পূৰ্ব্বে, আর একবার ইনিস-উদ্দেশে ভীষণ অভিসম্পাত নিক্ষেপ করিয়া মরিল । অর্থাৎ, ‘তোমাকে প্রাণ দিয়েছি, তুমি আমাকে স্বর্থী কর ; নতুবা তুমি অধঃপাতে ষাও । আমার মুখ হইল না, তুমি বঁচিয়া না থাকিলেই বা ক্ষতি কি ?’ ইহাকে কি প্রেম দেওয়া, না চাওয়া বলে ? পাশ্বে রাধিকাকে দাঁড় করাও—কত সুন্দরী দেখিবে ? কাল-ভুজঙ্গের নিকট মাধবীলতা, কণ্টকপূর্ণ শিমূল-তরুর নিকট নলিনী-লতা, অয়শ্চক্রের