পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । b-9 বিষাদ দেখিয়া, পরিধেয় ৰসন খণ্ড২ করিয়া আপন মুখে নখ্যাত পুৰ্ব্বক উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিয়া কহিলেন, যে আমি বলপুৰ্ব্বক তাহাকে আক্রমণ করিয়া দন্তাঘাতে ক্ষত বিক্ষত করিয়াছি । প্রবণমাত্র রাজা ক্রোধে পরিপূর্ণ হইয়া ৰনিড প্রতি দৃষ্টি পাত করত কহিলেন, ও রে দুষ্ট ব্যাভিচারিনি! তুমি কি এই গুপ্ত উপপতুি লইয়াও সন্তোষ হও নাই, পুনশ্চ মম পুত্রের সহিত এই কুকৰ্ম্মে প্রবৃত্ত হইতে ইচ্ছা করিয়াছিল। রাণী নিরুপায় দেখিয়া প্রাণত্তয়ে রাজার চরণে পতিত হইয় রোদন করিতে লাগিলেন, রাজা কহিলেন, তুমি ক্ষমার পাত্ৰী নহ, অতএৰ তিন কারণপ্রযুক্ত তোমাকে অবশ্য বিনাশ করিব, প্রথমতঃ, তুমি ব্যভিচারিণী হইয়াছ, দ্বিতীয়তঃ, তুমি কামানলে উন্মত্ত হইয় পুত্রকে পাপ পঙ্কে নিমগ্ন করিতে চেষ্টা করিয়াছিল, তৃতীয়তঃ, তুমি প্রত্যহ পুত্রের বধার্থে উৎসাহ প্রদান করিত, অতএব তোমার যেমত কৰ্ম্ম তদুপযুক্ত ফল অবশ্য প্রদান করিব ! ডাওক্লিসিয়ান কহিলেন, হে জগন্মান্য পিতঃ ! রাজ্ঞী কহিয়াছিলেন, যে আমি আচাৰ্য্যদিগের সাহায্যে আপনাকে রাজ্য চুত করিয়া স্বয়ং রাজ্যেশ্বর হইব মহারাজ ! আমি পরমেশ্বর সাক্ষী করিয়া কহিতেছি যে র্তাহারা আমাকে এমত কুশিক্ষা কখন দীক্ষা করান নাই, অতএব জগদীশ্বরের নিকট আমার প্রাথন এই যে আপনি দীর্ঘজীবী হইয়। রাজ্য করুন। মহারাজ ! মহিষী এক সাধুর সদৃশ মম প্রতি দোষ প্রকাশ করতেছেন, ঐ ! ব্যক্তি তাহার পুত্র ততোধিক বিখ্যাত হইবার আশঙ্কায় তাহাকে সমুদ্রে নিঃক্ষেপ করেন কিন্তু সে জগদীশ্বরের কৃপাতে জ ২