পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bb" সপ্তাচাৰ্য্য উপাখ্যান । জীবন পাইয় অবশেষ ঐ জনক জননীর সুখ সম্পত্তির আকরস্বরূপ হইলেন। রাজা এমত অশেষ গুণশালি পুত্ৰ পাইয় পরমেশ্বরকে অসঙ্খ্য ধন্যবাদ করিতে লাগিলেন, এবং কহিলেন, বৎস! তোমার বিদ্যা বুদ্ধি সন্দর্শনে পরম পরিতোষ প্রাপ্ত হইলাম, এইক্ষণে আমাকে এই অদ্ভূত ইতিহাস প্রবণ করাও, অনন্তর সভাস্থ লোক সকল নিস্তব্ধ হইলে রাজকুমার পশ্চাল্লিখিত উপাখ্যানের উপক্রম করলেন। আলেকজগুর এবং লডউইকের অকৃত্রিম বন্ধুজ্ঞ । কারথেজ নগর নিবাসি কোন ধনি মহাজনের আলেকজগুরনামক এক পুত্র ছিল, তিনি তাহাকে সৰ্ব্বশাস্ত্রে নিপুণ করিয়াছিলেন । সাধুপুত্রের বয়োবৃদ্ধি সহকারে রূপলাবণ্য এবং বুদ্ধির বৃদ্ধি হইতে লাগিল, অনন্তর সপ্ত বৎসর এক আচার্য্যের নিকট বিদ্যাভ্যাসে নিযুক্ত থাকিলে (মহারাজ যেমন আমাকে আনয়নার্থেতিপ্রেরণ করিয়াছিলেন) তাহার পিতাও এইরূপ তাহার নিকট এক দূত প্রেরণ করিলেন, পুত্র উপনীত হইলে পর মহাজন নন্দনকে সৰ্ব্বশাস্ত্রে অদ্বিতীয় দেখিয়া আহলাদ পয়োধিতে নিমগ্ন হইলেন। এক দিবস মহাজন এবং তৎপত্নী পুত্রকে লইয়া ভোজন করিতেছিলেন, এমত সময়ে এক বুলবুল পক্ষী গবাক্ষদ্বার সন্নিহিত এক বৃক্ষে বসিয়া গান করিতে লাগিল, তৎপ্রবণে মহাজন মোহিত হইয় কহিলেন, আমি কি প্রকারে এই গানের