পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ᎭᏜ ভাবার্থ সংগ্ৰহ করিব, পুত্র পিতার এমত ব্যগ্রভ দেখিয়া কহিল, তাত ! আমিই তোমার মনোভিলাষ পূর্ণ করিব, ঐ বুলবুল অমর ভবিষ্যৎ সৌভাগ্যের বিষয় গান করিতেছে, তাহার অর্থ এই, যে আমি এক প্রসিদ্ধ অধীশ্বর হইয, পিতা আমার হস্ত প্রক্ষ: লনার্থ বারি আনয়ন করিবেন আর মাতা গাত্র মার্জনী লইয়া দণ্ডায়মান থাকিবেন, তাহার জনক এই গানের অর্থ শ্রবণমাত্র কুপিত হইয়া মনেই বিবেচনা করিলেন, যে এ অপমান স্বীকার করিয়া কদাচ জীবন ধারণ করিতে পারিব না, অনন্তর পুত্রকে লইয়াএক পয়োধিতে নিঃক্ষেপ করিয়া কহিলেন, ওরে অহঙ্কারি! তুমি ঐ স্থানে শয়ন করিয়া থাক, কিন্তু ঐ বালক সন্তরণপুৰ্ব্বক বহু কষ্টে তীর প্রাপ্ত হইল, এইরূপে চারি দিবস অনাহারী থাকিলে পঞ্চম দিবস এক জাহাজ দৃষ্টিগোচর হইল, আলেকজণ্ডর আপন প্রাণ রক্ষার্থ উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিলেন, শ্রবণমাত্র পোতবাহকের তাহাকে অনায়নার্থ অর্ণবপোতের পশ্চাদ্বৰ্ত্তি ক্ষুদ্রতরী পাঠাইয়। দলেন, অনন্তর ইজিপ্টদেশে উপনীত হইয় তাহাকে এক ডিউককে বিক্রয় করিলেন, তিনি উক্ত বালকের বিদ্যা বুদ্ধি এবং শীলতা দেখিয় তাহাকে অত্যন্ত স্নেহপূৰ্ব্বক প্রতিপালন করিতে লাগিলেন। এই সময়ে ইজিপ্টদেশের রাজার এক বিপদ উপস্থিত হইয়াছিল, তিনি রাজবাটীহইতে বহির্গত হইলেই তিন কাক র্তাহার চতুৰ্দ্দিগে বেষ্টনপূৰ্ব্বক ভয়ানকম্বরে কাক ধ্বনি করিত, ভূপতি ইহাতে অত্যন্ত বিরক্ত হইয়া রাজ্যে ঘোষণা করিলেন যে, যে এই কাকধানি নিবারণ করিতে পারিবে তাহাকে দুহিতার সহিত বিবাহ দিব এবং সে মম মরণান্তর এই রাজ্যের অধিপতি श्त । মে ৩