পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ぬ> অনন্তর অধিপতি আলেকজগুরকে আলিঙ্গন করিয়া কহিলেন, বৎস! তুমি আমার সন্তানতুল্য হইলে তোমার সহিত কন্যার বিবাহ দিব, আর আমার পরলোক প্রাপ্তি হইলে তুমিই এই রাজ্যের অধীশ্বর হইবা এইরূপে আলেকজণ্ডর স্নেহ এবং প্রশংসার পাত্র হইয়। রাজার নিকট কাল যাপন করিতে লাগিলেন, তাহাকে কোন দুরূহ প্রশ্ন জিজ্ঞাসা করিলে তিনি তৎক্ষণাৎ তাহার মীমাংসা করিয়া দেন। এই সময়ে টিটস নাম এক প্রসিদ্ধ সম্রাট ছিলেন, তিনি পৃথিবীর সমস্ত রাজাপেক্ষা সৰ্ব্বগুণে গুণশালীপ্রযুক্ত সকল ভূপাল তাহার নিকট পরামর্শ গ্রহণ করিতে আসিতেন, আলেকজণ্ডর উক্ত রাজার যশঃ কীৰ্ত্তন শ্রবণ করিয়া ঐ রাজ্যে গমনার্থ রাজার নিকট বিদায় প্রার্থনা করিলেন, রাজা কহিলেন, তুমি এইক্ষণে রাজকুমার সদৃশ হইয়াছ অতএব তদুপযুক্ত উপটেকন না লইয়! কি প্রকারে চক্রেশ্বর সহিত সাক্ষাৎ করিব, আর আমার কন্যাকে পরিণয় না করিয়া গমন করিতে পারিবা ন, ইহাতে আলেকজণ্ডর কহিলেন, মহারাজ ! আপনি যদি সৰ্ম্মত হয়েন তবে আমি প্রত্যাগমনানন্তর রাজকুমারীকে বিবাহ করিয়া জামাতৃপদ প্রাপ্তিতে কৃতার্থমন্য হইব। অনন্তর রাজ সম্মত হইলে আলেকজণ্ডর বহুবিধ হয় হস্তি পদাতি ইত্যাদি সমভিব্যtহারে সম্রাট সহিত সাক্ষাৎ করিতে যাত্রা করিলেন"। অনন্তর উক্ত নগরে উপনীত হইয় রাজাকে যথাবিধ প্রণাম পুরঃসর কহিলেন, মহারাজ ! আমি ইজিপ্ট দেশাধিপতি ভূপতর পুত্র, কৰ্ম্মের প্রার্থনায় মহারাজের নিকট আসিয়াছি, অতএব আপনি এদাসের প্রতি প্রসন্ন হইলে পরম্ব চরিতার্থতা