পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ সপ্তাচার্য্য উপাখ্যান । প্রাপ্ত হই, ইহাতে রাজা সন্তোষ হইয়া কোষাধ্যক্ষ পদে নিযুক্ত করিলেন, আলেকজণ্ডর তাহার স্বনীতি এবং সচ্চরিত্রদ্বারা সভাস্থ সমস্ত লোকেরই স্নেহের পাত্র হইলেন। কিয়ৎকালানন্তর লডউইকনমিক ফরাসী রাজকুমার রাজনীতি শিক্ষার্থ উক্ত স্থানে উপস্থিত হইলেন, নৃপতি তাহাকে পরম সমাদরপুর্বক পানপত্রিবাহক ভৃত্য করিলেন, এই দুই রাজকুমার রূপলাবণ্যে এমত তুল্য ছিলেন, যে সহসা কেহ উহাদের মধ্যে প্রভেদ বোধ করিতে পারিত না, এবং উভয়ে সমবয়স্ক হওয়াতে পরস্পর অত্যন্ত প্রণয় জন্মিল। সম্রাটের ফুেীরেণ্টিন নাম্নী এক ভুবনমোহিনী নন্দিনী ছিল, তদ্ভিন্ন তাহার আর সন্তান হয় নাই, ঐ কন্যা সৰ্ব্বদা অন্তঃপুরে থাকিত, কিন্তু রাজ। স্নেহ বশতঃ প্রত্যহ ভোজন সময়ে কিঞ্চিৎ২ খাদ্য দ্রব্য পাঠাইয়া দিতেন, আলেকজণ্ডর ঐ দ্রব্য লইয়৷ রাজদুহিতাকে প্রদান করিতেন, কন্যা তাহার রূপ গুণে মোহিত হইয়া তৎপ্রেমামুরক্ত হইলেন। দৈবাৎ এক দিবস আলেকজগুর উপস্থিত না থাকাতে লডউইক রাজপ্রসাদ লইয়া নৃপতনয়ার নিকট উপস্থিত হইলেন এবং তাহার লোকাতীত সৌন্দর্য্য দর্শনে মোহিত হইলেন। কন্য| আলেক্জগুরের পরিবর্তে তাহাকে দেখিয়া জিজ্ঞাস করিলেন, তুমি কে? তোমার নাম কি? লডউইক কহিলেন, আমি ফরাসী ভূপালতনয়, আমার নাম লডউইক, ইহঁ বলিয়া বিষন্ন বদনে প্রত্যাগমন করিলেন। যামিনী আগত হইলে তাহার বিরহ বিকার উপস্থিত হইল, আলেকজণ্ডর প্রিয় বয়স্যকে এরূপ বিরূপ দেখিয়া কারণ জিজ্ঞাসু হটলে, লডউইক কহিলেন, আমার সাংঘাতিক