পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ᎼXᏬ পীড়া উপস্থিত হইয়াছে, কিন্তু ইহার বিশেষ কারণ কিছুই বলিতে পারি না, আলেকজগুর তাহীকে কিয়ৎকাল নিরীক্ষণ করিয়া কহিলেন, বয়স্য ! তোমার বিকারের বিবরণ সমস্ত জ্ঞাত হইলাম, অদ্য যখন তুমি রাজপ্রসাদ লইয়া নৃপতনয়ার নিকট গমন করিয়াছিলে, ঐ সময়ে তাহার সৌন্দর্য্য স্বরূপ শর আসিয়া তব বক্ষঃস্থলে প্রবেশ করিয়াছে, লডউইক কহিলেন, বন্ধু! এ রোগের নির্ণয় করা ভূমণ্ডলস্থ সমস্ত ভেষজের অসাধা, তুমি ইহ কি প্রকারে জ্ঞাত হইল, সে যাহা হউক, এক্ষণে এই উপলক্ষে আমার মৃত্যু হইবে, আলেকজণ্ডর কহিলেন, সখে ধৈর্য্য হও, আমি এবিকারের প্রতীকারার্থ সাধ্যানুসারে চেষ্টা করিব। পরদিবস প্রভাত হইলে আলেকজণ্ডর লডউইকের অtজ্ঞাতে এক বহুমূল্য মণি ক্রয় করিয় রাজকন্যার নিকট উপস্থিত হইলেন, এবং কহিলেন, ফরাসীদেশের রাজপুত্র তোমার রূপলাবণ্য দর্শন করিয়া বিরহ বিকারে অধীর হইয়াছেন, অতএব স্মরণার্থ তোমার নিকট এই রত্ন পাঠাইয় দিলেন, গ্রহণ কর, নৃপস্থত কুপিত হইয়া কহিলেন, তুমি সামান্য রত্ন দেখাইয়া আমাকে ভুলাইতেছ, পিতার সম্মতি ব্যতীত আমি কাহরও সহিত প্রেমালাপ করিব না । আলেকজণ্ডর এই নিষ্ঠুর বাক্য শ্রবণে হতাশ হইয় বিষন্নমনে বাসস্থানে আগমন করিলেন, পরদিবস পুৰ্ব্বাপেক্ষ কিন্মতীয় রত্ন কএকটি লইয়। লডউইকের নাম উল্লেখে কামিনীকে প্রদান করিলেন, যুবতী এই অমূল্য নিধি সন্দর্শনে কিয়ংকাল আলেকজগুরের প্রতি দৃঢ় দৃষ্টিপাত করিয়া কহিলেন, আমি সাশ্চর্য্য হইয়াছি যে তুমি আপন জন্য ক্ষণমাত্র চেষ্ট না করিয়া অপরের নিমিত্ত প্রাণপণে চেষ্টা করিতেছ, আলেকজণ্ডর কহিলেন,