পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

న8 সপ্তাচাৰ্য্য উপাখ্যান । রাজকুমারি! আমি রাজকুলোদ্ভব নহি,কি প্রকারেতোমার যোগ্য বর হইব, বিশেষতঃ ইজিপ্ট দেশাধিপতি রাজদুহিতা ব্যতীত আমার অন্য রমণীতে প্রয়াস নাই এবং তাহাকেই আমি বাকদান করিয়াছি, সুতরাং তদুঃখে দুঃখিত হইয়। আমাকে তোমার নিকট আসিতে হইল, এইক্ষণে তুমি তাহার প্রতি কৃপাবলে৷কন না করিলে নিশ্চয় তাহার এাণবিয়োগ হইবে,ইহাতে নৃপদুহিতার কিঞ্চিং দয়া উপস্থিত হইলে তিনি কহিলেন, এক্ষণে তুমি বিদায় হও আমি বিশেষ বিৰেচন না করিয়া ইহার উত্তর দিব না । আলেকজণ্ডর সে দিবস বাটতে আসিয়া তৃতীয় দিবস হীরক মুক্ত প্রবালাদিতে খচিত এক মনোহর বস্ত্র লইয়া রাজকুমারীর নিকট উপস্থিত হইলেন এবং কহিলেন, মৃতকল্প লডউইক এই উপঢৌকন পাঠাইয়াছেন, কন্যা তদর্শনে আহলদিত হইয়া কহিলেন, লডউইককে অদ্য একাদশ ঘটিক যামিনীযোগে আসিতে কহিবা, আমি তাহার নিমিত্ত দ্বার মুক্ত রাখিয়া প্রতীক্ষা করিয়া থাকিব, আলেকজণ্ডর তৎশ্রবণে হর্ষমনে নৃপনন্দিনীর নিকট বিদায় লইয়া লডউইকের নিকট উপনীত হইয়া কহিলেন, বয়স্য! রাজদুহিত। সৰ্ম্মত হইয়াছেন, আদ্য দুই প্রহর যামিনীর পূৰ্ব্বে গমন করিলে অভীষ্ট সিদ্ধি হইবে। এই কথা কর্ণগোচর হইবামাত্র লডউইক যেন সহসা নিদ্রাহইতে গাত্রোথান করিলেন, বিকারের আকারমাত্র রহিল না, নিদ্ধারিত সময় আগত হইলে তিনি আলেকজগুরের সমভিব্যাহারে নৃপতনয়ার মন্দিরে উপস্থিত হইলেন, যুবতী তাহদিগকে দেখিয়া সমাদরপুর্বক আহ্বান করিয়া বসাইলেন, এই