পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য উপাখ্যান। ሕ)© অবধি লডউইক সৰ্ব্বদা রাজদুহিতার নিকট গমনাগমন করিতে লাগিলেন। এইরূপে কিয়ৎকাল গত হইলে রাজসভাস্থ সমস্ত লোকেরই কর্ণগোচর হইল, তাহারা লডউইককে এবং রাজদুহিতাকে একত্রে ধৃত করণীর্থ সচেষ্টিত রহিলেন, কিন্তু আলেকজণ্ডরের বুদ্ধিকৌশলে সে আশায় নিরাস হইলেন। অনন্তর আলেকজণ্ডর এক পত্রী প্রাপ্ত হইলেন তাহার মৰ্ম্ম এই, যে "ইজিপ্ট মহীপাল পরলোক প্রাপ্ত হইয়াছেন অতএব আপনি অবিলম্বে আগমনপুৰ্ব্বক রাজ্যভার গ্রহণ করিবেন,” এই সমাচার লডউইক এবং নৃপবালাকে জ্ঞাত করাইলেন, পরিশেষ পৃথ্বীপতির নিকট আদ্যন্ত বর্ণন করিয়া কহিলেন, মহারাজ ! আমার এমত অভিলাষ যে রাজ্য লোভ সম্বরণ করিয়াও আপনার নিকট নিযুক্ত থাকি, রাজ কহিলেন, তুমি আমার প্রিয়তম, তোমাকে সরলান্তঃকরণে বিদায় দিতে পারিব না, কিন্তু অস্থগত ব্যক্তির সৌভাগ্যে বাধা দেওয়া কৰ্ত্তব্য নহে সুতরাং তোমাকে বিদায় দিতে হইল। রাজার অনুমতি পাইলে সভাস্থ সমস্ত লোকের নিকট বিদায় লইতে গমন করিলে তাহারা প্রিয়বয়স্যের গমন বার্তা শ্রবণ করিয়া দুঃখার্ণবে নিমগ্ন হইলেন। লডউইক এবং ফ্লোরেটিন নৃপস্থত ভূপতির অম্বুমতি লইয়া প্রায় এক যোজনপর্যন্ত আলেক্জগুরের সহিত গমন করিলেন । পথিমধ্যে আলেকজগুর উভয়কে কহিলেন, ডোমরা সৰ্ব্বদ সতর্ক থাকিবা এই গ্রেমের অঙ্কুর প্রকাশহইলে প্রাণ মান উক্ত য়ই হারাইৰা, লডউইক কহিল, সখে ! এনিমিত্ত তোমার কোন