পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సృN) সপ্তাচাৰ্য্য উপাখ্যান। চিন্তা নাই, অনন্তর অপেন অঙ্গুরীয়ক আলেকজণ্ডরের হস্তে প্রদান করিয়া কহিলেন, বন্ধো! আমাকে স্মরণ রাখিবার জন্য তোমাকে এই অঙ্গুরীয়ক দিতেছি, গ্রহণ কর, ইহাতে আলেক জণ্ডর ঈষদ হাস্য করিয়া কহিলেন, বয়স্য ! আমাদের এপ্রণয় বিস্তৃত হইবার নহে, কিন্তু তথাপি তব গ্রার্থনায়ুসারে এই অঙ্গুরীয়ক আমাকে লইতে হইল, ইহা বলিয়া উভয়কে আলিঙ্গনপূৰ্ব্বক ইজিপ্ট দেশাভিমুখে যাত্রা করিলেন। কিয়দিনানন্তর গাএডোনামক এস্পেইন দেশাধিপতি নৃপসুত আসিয়া উপনীত হইলেন, রাজা তাহকে আলেকজণ্ডরের কৰ্ম্মে নিযুক্ত করত তদীয় জাবাস নির্দিষ্ট করিয়া দিলেন, ইহাতে লডউইকের বৈরভাবের আবির্ভাব হইলে সুতরাং তাহারও দ্বেষ জন্মিতে লাগিল । এই রূপে কিয়ৎকাল গত হইলে এক দিবস রাজা যৎকালীন লডউইকের শীলতা এবং বীর্য্যত্তাদি গুণের প্রশংসা করিতেছিলেন ইত্যবসরে গাএডো আসিয়া কহিল, মহারাজ ! লডউইক কৃতঘ্ন এবং রাজদ্রোহী সে এপ্রশংসার যোগ্য পাত্র নহে, রাজ চমৎকৃত হইয়া কহিলেন, তুমি কি নিমিত্ত এমত বাক্য প্রয়োগ করিতেছ, সে কহিল, মহারাজের এক কন্যামাত্র, লডউইক তাহার সতীত্ব ধৰ্ম্ম নষ্ট করিয়াছে এবং অদ্যপি তাহার নিকট গমনাগমন করিতেছে, ইহা শুনিয়া রাজা ক্রোধে হুতাশন সদৃশ হইয়া লডউইককে আহবান করিয়া কহিলেন, দেখ তোমার এইরূপ অপবাদ হইতেছে যদি ইহা সত্য হয় তবে নিতান্ত তোমাকে কৃতান্ত ভবনে গমন করিতে হইবে। লডউইক আপন নির্দোষতার প্রামাণাৰ্থ বহুবিধ বকৃত করিতে লাগিলেন এবং পরিশেষে কহিলেন, হে রাজন! আমি এ কু