পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য উপাখ্যান। ৯৭ কৰ্ম্মান্নিত হইলে আমার বীর্য অবশ্য হ্রাস হইয়া থাকিবে, অতএব আমার বাহুবল দর্শাওনার্থ অপবাদকের সহিত যুদ্ধ করিব, এবং গএডোও তাহাকে হীন বল জানিয়া সম্মত হইলে রাজধুদ্ধার্থ এক নিদ্ধারিত দিবস নির্দিষ্ট করিলেন, কিন্তু লডউইক রাজকুমার নিজে হীনবলপ্রযুক্ত মনে ভীত হইয়া সেই বরাননাকে এই বৃত্তান্ত বর্ণন করিলেন এবং কহিলেন, দেখ, গাএডো অত্যন্ত বীৰ্য্যবন্ত, আমার বাহুবল পরাক্রম কিঞ্চিংমাত্র নাই, অতএব এইক্ষণের উপায় কি? রাজকুমারী কহিলেন, নাথ ! তুমি অবিলম্বে অধি পতির নিকট উপস্থিত হইয়া কহ, যে মহারাজ! মম জনকের সাং ঘাতিক পীড়ার সংবাদ পাইয়াছি অতএব আপনার অমুমতি হইলে স্বদেশ গমন করি, ইহাতে রাজা নিঃসন্দেহ সৰ্ম্মত হইবেন, ঐ অবসরে সত্বরে আলেকজণ্ডার নরেশ্বরের নিকট উপস্থিত। হইলে তাহার বুদ্ধি কৌশল প্রভাবে তুমি এই আসন্ন শঙ্কটোৰ্ত্তীর্ণ হইতে পারিবা । লডউইক প্রিয়তমার পরামর্শস্থবৰ্ত্তী হইয় রাজার নিকট বিদায় লইলেন, এবং অচিরে আলেকজণ্ডার নিকট উপস্থিত হইয় আপন অভিপ্রেত অাশা আদ্যন্ত বর্ণন করিলেন, তিনি প্রিয় সখাকে নয়ন গোচর করিয়া আহলাদ পয়েধিনীরে নিমগ্ন হইয়া কহিলেন, বয়স্য ! তোমার উপকারার্থ প্রাণ দিতেও প্রস্তুত আছি, কিন্তু কি প্রকারে এই বিপদ সমুদ্রহইতে তোমাকে পারোত্তীর্ণ করিব তাহ স্থির করিতে পারি না, লডউইক কহিলেন, সখে! ইহার কেবল এক উপায় আছে, তুমি গোপনে ভূপাল সদনে গমন করিয়া আমার পরিবর্তে যুদ্ধ করিব তাহ হইলেই আমি কৃতকাৰ্য্য হইব, ইহাতে আলেকজণ্ডার সম্মত হইলেন, কিন্তু দেখিলেন ষে নিদ্ধারিত যুদ্ধ দিবসের কেবল অষ্ট 전