পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌb~ সপ্তাচার্য্য উপাখ্যান। দিবস অপেক্ষা আছে, এপ্রযুক্ত তিনি সঙ্কটযুক্ত হইলেন, কারণ আগত কল্য র্তাহার বিবাহোপলক্ষে সমস্ত সন্ত্রান্ত লোকদিগকে নিমন্ত্ৰণ করিয়াছেন কিন্তু ঐ দিবস বিলম্ব করিলে কোনক্রমেই নির্দিষ্ট সময়ে সম্রাটসমীপে উপস্থিত হইতে পারেন না । এই উভয় সঙ্কটাপন্ন হইয়া উভয়ে চিন্তা করিতে লাগিলেন অবশেষ আলেকজণ্ডার প্রিয়মিত্রের উপকারার্থ ধন প্রাণ পত্নী রাজত্ব ইত্যাদি সমস্তকে তৃণ তুল্য জ্ঞান করিয়া এক উপায় স্থির করত লডউইককে কহিলেন, সখে ! তুমি সৰ্ব্ব প্রকারে মম সদৃশ কিঞ্চিংমাত্র বিভেদ নাই, অতএব মম পরি. বৰ্ত্তে তুমি এই স্থানে থাকিয়া সমস্ত বিবাহাঙ্গ সাঙ্গ কর, কিন্তু আমার প্রার্থন এই যে তুমি কেবল মম প্রেয়সী মহিষীর নিকট শয়ন করিয়া থাকিব, ফলতঃ তাহার সহিত কোন বাক্যালাপ করিব না, তাহ হইলে আমি ইজিপ্টদেশাধিপতির নিকট উপস্থিত হইয়াসেই সংগ্রামে প্রবৃত্ত হইয়। যদি জয়ী হইতে পারি তবে প্রত্যাবর্তন করিব, নচেৎ আমার এইপৰ্য্যন্ত জীবনের সীম। এইরূপে লডউইককে সত্যবদ্ধ করিয়া যাত্রা করিলেন। পরদিবস সন্ত্রান্ত লোক সকল উপস্থিত হইয়া লডউইককে আলেকজণ্ডার রাজা বোধে রাজকন্যার সহিত পরিণয় প্রদান করিলেন এবং যামিনীযোগে ভোজন ব্যাপার সমাধা হইলে লডউইক মহিষীর শয়নাগারে গমন করিলেন, কিন্তু সত্য প্রতি পালনার্থ উভয়ের মধ্যে এক তীক্ষ অসি রাখিয়া শয়ন করিলেন, তদৃষ্টে রাজদুহিতা চমৎকৃত এবং উীত হইলেন, এইরূপে বন্ধুর প্রত্যাগমন প্রতীক্ষায় দিনপাড় করিতে লাগিলেন। এদিগে রাজমালেকজণ্ডার সম্রাটসভায় উপনীত হইয় পৃখ্ৰীপালকে কহিলেন, মহারাজ! মম পিতার পীড়া কিঞ্চিংমাত্র