পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ᎼᎼ উপসম হয় নাই কিন্তু আপনার অজ্ঞা লঙ্ঘন আশঙ্কায় আম|কে নিদ্ধারিত যুদ্ধদিবসে প্রত্যাগমন করিতে হইল, রাজা তাহার রাজভক্তি সন্দর্শনে সন্তুষ্ট হইয়া কহিলেন, এসংগ্রামে তুমিই ऊर्शी झुंझेरां । আলেকজণ্ডার লডউইকের নির্দিষ্ট আবাসে গমন করিলে পর রাজবালা তৎসহিত সাক্ষাৎ করণীর্থ গোপনে আগমন করলে আলেকজণ্ডার তাহার নিকট আদ্যন্ত সমস্ত বৃত্তান্ত বর্ণন করিলেন, যুবতী উভয়ের অকৃত্রিম বন্ধুত্ব সন্দর্শনে আশ্চর্য্য বোধ করিয়া চিত্রাপিতার ন্যায় দণ্ডায়মান রইলেন। ংগ্রামদিবস আগত হইলে উভয় যোদ্ধ। রণস্থলে প্রবিন্ট হইলেন, পরে ছদ্মবেশী লডউইক রাজতনয় এবং মন্ত্রিগণ সমীক্ষে নিম্নলিখিত বকৃত করিতে লাগিলেন। * আমি রাজকুমারীর সতীত্ব ধৰ্ম্ম নষ্ট করিয়াছি বলিয়া গ;এডে৷ আমার অপমান করিতেছে, ইহা অমূলক মিথ্যা, আমি ইহার বিন্দুবিসর্গও জ্ঞাত নহি, আর আমিই যে কেবল এ অপমানভাগা হইব এমত নহে, ইহাতে মহারাজের এবং রাজনন্দিনীরও কুযশঃ প্রচার হইবে অতএব ইহার উত্তর আমি এই সম্মুখীন সংগ্রামে প্রদান করিব, ইহা শুনিয়া গাএডে উত্তর করিল, আমি যাহা কহিয়াছি তাহ সমস্তই সত্য ইহার এক বর্ণও মিথ্যা নহে, এই খড়াঘাতদ্বারা তাহা সাক্ষাতে দেখাইব, ইহা বলিয়া উভয়ে অশ্বারোহণ করিয়া ঘোরতর সংগ্রাম আরম্ভ করিলেন । আলেকজণ্ডার গাএডো অপেক্ষ বীর এবং অস্ত্রবিদ্যায় নিপুণ ছিলেন, তিনি মুহুর্তের মধ্যেই শক্রমন্তক ছেদন করিয়া নৃপতনয়ার হস্তে অর্পণ করিলেন, ইহাতে রাজা এবং সভাস্তু ३ २