পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о সপ্তাচার্য্য উপাখ্যান । সমস্ত লোকেই লডউইক বোধে আলেকজণ্ডারের বাহুবলের প্রতি প্রশংসা করিতে লাগিলেন । এইরূপে আলেকজণ্ডার নৃপস্থতার কলঙ্ক ভঞ্জন করিয়৷ রাজাকে কহিলেন, মহারাজ ! আমি জনকের অত্যন্ত পীড়া দেখিয়া আসিয়াছি, এজন্য মম মনঃস্থির নহে অতএব আমি পুনৰ্ব্বার স্বদেশে গমন করিব। - অনন্তর আলেকজণ্ডার অধিপতির অনুমতি লইয়া আপন রাজ্যে প্রত্যাগমনপূৰ্ব্বক প্রাণাধিক বয়স্যকে তাৰদ্বত্তান্ত কহিলেন, তৎশ্রবণে লডউইক আহলাদার্ণবে নিমগ্ন হইয়া কহিলেন, সখে ! তুমি আমার এবং রাজচুহিতার জীবন রক্ষা করিল, এজন্য তোমার নিকট যাৰজীবন বিক্রীত রহিলাম, প্রাণ দিয়াও এ ঋণ পবিশোধ করিতে পারিব না, ইত্যাদি কথোপকথনানন্তর তিনি রাণীর সহিত যে প্রকারে কালযাপন করিয়াছিলেন তাহ কহিলেন । এইরূপে কতিপয় দিবস পরম আনন্দে একত্র অবস্থিতি করিয়| লডউইক পুনৰ্ব্বার সম্রাটসন্নিধানে গমন করিলেন, এবং আলেকজণ্ডার আপন রাজ্যে থাকিয়া রাজকাৰ্য্য পর্য্যালোচনা করিতে লাগিলেন। রজনী উপস্থিত হইলে আলেকজণ্ডার অন্তঃপুরে গমন করিলেন, এবং পর্যাঙ্ক শয়ন করিয়া মহিষীকে আলিঙ্গনপুৰ্ব্বক নানা প্রকার কথোপকথন করিতে লাগিলেন, রাজ্ঞী বিস্ময়াবিষ্ট হইয়া কহিলেন, নাথ ! আপনি এতদিবস স্পর্শকরণশঙ্কায় উভয়ের মধ্যে এক করাল করবাল রাখিয়া যামিনীষাপন করিতেন, কিন্তু অদ্য তদ্বিপরীত ভাব দেখিতেছি, রাজা উত্তর করলেন, প্রেয়সি! আমার এক ব্রত ছিল, অদ্য তাহ উদ্যাপন হইয়াছে।