পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান। )e) রাজার এই প্রতারণ বাক্যে রাণী প্রকাশ প্রবোধিত হইয়াও অন্তরে দ্বেষ প্রকাশ করিতে লাগিলেন, এবং তৎপ্রতিফল প্রদানার্থ সভাস্থ এক মুখ্য মন্ত্রির সহিত পরামর্শ করিয়া রাজার প্রাণ নাশের মানসে মিষ্টান্ন মিশ্রিত গরল প্রদান করিলেন, রাজা আলেকজণ্ডার স্বভাবিক বীর ছিলেন, এজন্য সেই কালকুট ভক্ষণ করিয়াও মৃত হইলেন না, কিন্তু কুণ্ঠরোগগ্রস্থ হইলেন, তদ্‌ষ্টে রাণী ঘৃণাপুৰ্ব্বক প্রজা সমুহের সম্মতি লইয়। তাহাকে রাজ্যহইতে বহিষ্কৃত করিয়া দিলেন, এবং উক্ত মন্ত্রি বরকে স্বামিত্ত্বে বরণ করিয়া নিষ্কণ্টকে রাজ্য ভোগ করিতে লাগিলেন। - আলেকজণ্ডার এইরূপ অপর দুঃখ পয়োধিনীরে নিমগ্ন হইয়া অতিদীন সদৃশ দিনপাত করিতে লাগিলেন, এদিগে লডউইকের পিতার এবং টিটস মহীপালের পরলোক প্রাপ্তি হইলে তিনি ফ্রান্স এবং রোম রাজ্যের অধীশ্বর হইলেন, এবং ফুেরোটীন রাজনন্দিনীকে বিবাহ করিয়া পরমসুখে কালযাপন করিতে লাগিলেন। আলেকজণ্ডার প্রিয়সখীর সৌভাগ্য শ্রবণে আল্লাদিত হইয়| মনেই বিবেচনা করিলেন, যে তাহার নিকট গমন করিলে আমার যথেষ্ট উপকার হইতে পারবে, অনন্তর এক সন্যাসির বেশধারণপূৰ্ব্বক নানা দেশ ভ্ৰমণ করিয়া পরিশেষ নব রাজার রাজ্যে উপনীত হইলেন, কিন্তু রাজপুরী প্রবেশমাত্র দ্বারপাল তাহার কুরূপ দেখিয়া তাহাকে প্রবেশ করিতে নিষেধ করিল, তিনিহতাশ হইয় এক রাজভৃত্যকে কহিলেন, রাজাকে সম্বাদ দেহ, যে আলেকজণ্ডার নরেশ্বরের নিকটহইতে বাৰ্ত্তাবাহক এক কুণ্ঠরোগী আসিয়াছে, তাহার অভিলাষ এই যে অদ্য অবস্থিতি করিয়া 각 \9