পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»०२ সপ্তাচার্য্য উপাখ্যান । মহারাজের সহিত একত্রে ভোজন করিবে, কিঙ্কর কহিল, তোমার এ প্রার্থনায় মহারাজ কদাচ সন্মত হইবেন না, কিন্তু তথাচ তোমার আশানিবৃত্তার্থ নৃপতিকে কৰিব, অনন্তর অধিপতির নিকট উপস্থিত হইয়া কুণ্ঠরোগির অভিপ্রায় আবেদন করিল, রাজা ७४॥१ॉथिक अिग्नउम भिन्जङ्ग मांग अंबर१ वांछूलअंग्नि श्ञ শ্বিত্ররোধির সহিত ভোজনার্থ চতুবিধ মিষ্টামের আয়োজন করিতে আদেশ করিলেন । মধ্যাহ্নকাল উপস্থিত হইলে মহীপাল এবং মন্ত্রিগণ কুণ্ঠরেগির সহিত ভোজনে বসিলেন, আহারান্তে শ্বিত্ররোগী এক ভূত্যকৈ ডাকিয়া কহিলেন, অামার রাজপ্রসাদ মদ্যপান করিতে সপৃহা হইয়াছে, অতএব নৃপতির নিকটহইতে এক পাত্র মদির আনয়ন কর, রাজা তাহার মনোভিলাষ পুর্ণ করণার্থ পুর্ণ মুরাধার প্রদান করিলেন, তিনি ঐ সুরা পানানন্তর পত্রিমধ্যে রাজদত্ত অঙ্গুরীয়ক রাখিয় কিঙ্করকে কহিলেন, এই পাত্ৰ নৃপতিকে দেহ, পৃথ্বীপতি পাত্রমধ্যে স্বদত্ত অঙ্গুরীয়ক ৰীক্ষণ করি য়া বিস্ময়াপন্ন হইলেন, এবং বিবেচনা করিলেন, যে উহার প্রমুখাং প্রাণাধিক প্রিয়তম সখার সর্বাঙ্গীন মঙ্গল বার্তা অবগত হইব, এই অভিপ্রায়ে তাহাকে এক বিজন গৃহে লইয়া যাওনার্থ ভূতাদিগকে আদেশ করিলে আজ্ঞাবাহকের তাহাই করিল। ভোজনান্তে ভূপতি আলেক্জণ্ডার রাজার নিকট গমন করিলেন, কিন্তু তাহার কুৎসিতাকারপ্রযুক্ত চিনিতে না পারিয়া কহিলেন, তুমি এই অনুীয়ক কোথায় পাইল, তিনি কহি লেন, এ অঙ্গুরীয়ক আমার রাজ কহিলেন, আমি বিশেষ জানি ইহ আলেকজণ্ডার রাজার, তোমার কদাচ নহে, তিনি কহিলেন,