পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So 8 সপ্তাচার্য্য উপাখ্যান । প্রত্যুপকার করিলাম”। আলেকজণ্ডার লডউইককে শোককুল দেখিয় কহিলেন, বয়স্য ! তুমি বৃথা অমৃতাপ করিতেছ এ সকলই ঈশ্বরাধীন, অদৃষ্টে যাহা আছে তাহ অবশ্য ঘটিবে তোমার কিঞ্চিম্মাত্র দোষ নাই, রাজা কহিলেন, মিত্র ! তোমার অসাধারণ গুণ নচেং এপর্য্যন্তও এমত বাক্য প্রয়োগ করিতে ন, তোমার আরোগ্যহেতু এবং তব রিপুচয়কে সমুচিত দণ্ড দেওনার্থ আমি সাধ্যানুসারে চেষ্টা করিব, এইরূপে আলেকজণ্ডার রাজা উপসম ঔষধি প্রত্যাশায় গোপনে লডউইক ভবনে বাস করিতে লাগিলেন । অনন্তর লডউইক পৃথ্বীপাল পৃথিবীন্থ বিখ্যাত বৈদ্যগণকে আনয়নার্থ চতুদিগে দূত প্রেরণ করিলেন, তাহার উপস্থিত হইয়া কহিল, মহারাজ ! এ রোগ আরোগ্য করা ভিষকের ভেষজ সাধ্য নহে, দৈবব্যতীত ইহার আর কোন উপায় দেখি না, তংশ্ৰবণে আলেকজণ্ডার রাজা হতাশ হইয় ঐক|ন্তিক চিত্তে পরম কারণিক পরমেশ্বরকে আরাধনা করিতে লাগিলেন। জগদীশ্বর প্রসন্ন হইয় তাহার স্বপ্ন বস্থায় কহিলেন, যে নৃপতির ফোরেন্টীন গর্ভজাত যে দুই পুত্ৰ আছে তন্দ্বয়কে রাজা স্বহস্তে মস্তক চ্ছেদন করিয়৷ তদীয় রুধির দ্বারা স্নান করাইলেই তোমার আরোগ্য হইবে, এতদ্ভিন্ন ইহার আর কোন উপায় নাই, সুতরাং আলেকজণ্ডার এই অবক্তব্য উপায় জানিয়াও নিরুপায় হইয়া রহিলেন, এবং মনে২ বিবেচনা করিলেন, যে আমি নরাধম! পূৰ্ব্ব জন্মান্তরীয় পাপজন্য আমার এই দশা হইয়াছে, এবার এই নিরপরাধি নৃপনদনদ্বয়ের প্রাণ নাশ করিলে আমাকে পরিণামে নিরয়গামী হইতে হইবেক ।