পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ృe(t কিন্তু নিৰ্ব্বাহক বিধাত তাহকে নিরুৎসাহী দেখিয়া আর এক উপায় করিলেন। রাজা লডউইক অকৃত্রিম বন্ধুর কৃতজ্ঞ স্বীকারার্থ হিকে পুত্র কলত্রাধিক স্নেহ করিতে লাগিলেন, এবং র্তাহার সেই বিষম পীড়ার প্রতীকার জন্য নানা প্রকার চেষ্ট করিয়া অবশেষ অনন্ত মহিমর্ণিব অনন্তদেবের অপরাধনা করিতে লাগিলেন, পরে ভগবান প্রসন্ন হইয়া আকাশবাণী উপলক্ষ্যে কহিলেন, তোমার বন্ধুই উপসম ঔষধ জ্ঞাত আছেন, তাহাকে জিজ্ঞাস করিলেই সমস্ত অবগত হইবা, এই বাণী শ্রবণমাত্র রাজা আহলাদীর্ণবে নিমগ্ন হইলেন এবং আলেকজণ্ডারের নিকট উপস্থিত হইয়া কহিলেন, সখে ! তুমি এই ব্যাধির উপসম ঔষধ জানিয়াও কি নিমিত্ত এদুঃসহ ক্লেশ ভোগ করিতেছ, যদি তোমার অসাধ্য হয় তবে বল আমি প্রাণ পণ করিয়াও সম্পাদন করিব। - অনন্তর আলেকজণ্ডার অগত্য ব্যক্ত করিয়া কহিলেন, বয়স্য ! তুমি এই দুৰ্ব্বিষহ কার্য্যে কদাচ প্রবৃত্ত হইওনা, রাজা উত্তর করিলেন, দেখ, জগদীশ্বর স্বয়ং সদয় হইয়া যে ভেষজ বিধান কfরয়ছেন তোমার সে বিষয়ে অনুরোধ করা কৰ্ত্তব্য নহে, তাহ হইলে পরমেশ্বরের আজ্ঞা অতিক্রম করা হইবে, ইঙ্গ বলিয়। সুগুস্থিত সন্তানদ্বয়ের সন্নিকটে গমনপুৰ্ব্বক স্বহস্তে তাহদের শিরশ্চেদন করিলেন, পরে ঐ শোণিতদ্বারা বন্ধুর সর্বাঙ্গ অন্তিষিক্ত করিবামাত্র তিনি তৎক্ষণং পূর্ববং কন্দপসদৃশ কমনীয় রূপ প্রাপ্ত হইলেন, অনন্তর লডউইক অধিপতি অনন্ত মহিমার্ণব জগদীশ্বরকে অগণ্য ধন্যবাদ পুরঃসর কহিতে লাগিলেন, বিধাতা অমুকুল হইয়া এই পুত্র প্রদান করিয়াছিলেন, এজন্য প্রিয় মিত্রের যৎকিঞ্চিং প্রত্যুপকার করিলাম।