পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిJ) সপ্তাচার্য্য উপাখ্যান । আলেকজণ্ডার আহলাদে গদগদ চিত্তে কহিতে লাগিলেন, আমি তোমার যে উপকার করিয়াছি এবং যাহা করিতে সক্ষম হইব বোধ হয় তাহা ইহার সহস্রাংশের একাংশও হইবে না, কিন্তু আমার দুঃখ এই যে আমিই তোমার প্রিয়তম দুই পুত্রের মৃত্যুর প্রধান কারণ হইলাম, রাজা উত্তর করিলেন, দেখ, ঈশ্বরের কৃপায় অনেক সন্তান জন্মিতে পারবে কিন্তু এমতবন্ধু আর প্রাপ্ত হইব না, অতএব তোমাকে যে এই দুস্তর ব্যাধিহইতে নিস্তার করিলাম ইহা অপেক্ষ আমার আর কি সৌভাগ্য আছে, যেহেতু তুমি বিধিমতে বারম্বার আমাদের প্রাণ রক্ষা করিয়াছ। অনন্তর আলেকজণ্ডরের আরোগ্য হইলে লডউইক কহিলেন, বন্ধু ! তুমি এইক্ষণে গোপনে গমন করিয়া গ্রামের অনতিদূর অবস্থিতি কর, তৎপরে আমি অমাত্য সমভিব্যহারে উপস্থিত হইয়! তোমাকে যথা বিধি সম্মান পুরঃসর পুরীতে প্রত্যানীত করিব, এবং যাবৎ তোমার শত্ৰ সংহারার্থ সৈন্যসংগ্রহ না হয় অবং তুমি মম আলয়ে অবস্থিতি করব, আলেকজণ্ডার সম্মত হইয় তাহাই করিলেন, পরে এক দূত আসিয়া রাজাকে কহিল, মহারাজ ! আলেকজণ্ডার রাজা আপনার সহিত সাক্ষাং করিতে আসিতেছেন, এই কথা শ্রবণমাত্র মহিষী অস্কাদ অর্ণবে নিমগ্ন হইলেন, এবং পুৰ্ব্বাপর কারণ ও জীবিতধিক নন্দন দ্বয়ের নিধন না জানিয়া রাজাকে এবং অমাত্যগণকে লইয়া অগ্রসর হইলেন, এবং সমাদরপূৰ্ব্বক আলেকজণ্ডারকে রাজভবনে অনিয়ন করিলেন । যামিনীযোগে ভোজন দ্রব্য সকল আয়োজন হইলে পর, রাজা এবং রাজ্ঞী আলেকজণ্ডারকে মধ্যে বসাইয়া উভয়ে উভয় পাশ্বে বসিলেন, এবং তাহার অসাধারণ গুণের প্রশংসা করিতে