পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉ob" সপ্তাচার্য্য উপাখ্যান। স্ততঃ অন্বেষণ করিতে লাগিল এবং পরিশেষ ঐ গৃহে প্রবিষ্ট হইয় দেখিল, যে তাহার জীবিত থাকিয় ঈশ্বরগুণ সঙ্কীৰ্ত্তন করিতেছে, তাহীদের গলদেশে অস্ত্রাঘাতের চিহ্ন পরিবর্তে স্বর্ণহার শোভিত রহিয়াছে। এই সংবাদ রাজা ও রাণীর কর্ণগোচর হইলে তাহার অ|হলদে পরিপূর্ণ হইয় পরমেশ্বরকে ধন্যবাদ করিতে লাগিলেন, অনন্তর অগণ্য সৈন্য সংহতি ইজিপ্টদেশে উপনীত হইয়া দুষ্ট রাণী এবং তৎপ্রিয় মন্ত্রিশ্ৰেষ্ঠের প্রাণ সংহারপূর্বক মিত্র শ্রেষ্ঠকে নরশ্রেষ্ঠ করিলেন। অনন্তর লডউইক পৃথ্বীপাল প্রণয় রঙ্গু দৃঢ় করণার্থ আপন অপরিণীত সহোদরার সহিত প্রিয়সখার পরিণয় প্রদান করিলেন, এবং মহাসমারোহে সমস্ত বিবাহ ব্যাপার সম্পন্ন করিয়া স্বরাজ্যে প্রত্যাবৰ্ত্তন করিলেন। আলেকজণ্ডার এইরূপে কিয়ংকাল রাজ্য করিয়া পিতার নিকট এক দত প্রেরণ করিলেন, কহিয়া দিলেন যে ইজিপ্ট দেশাধিপতি আলেকজার রাজা মৃগয়ায় আসয় তোমার গৃহে অবস্থিতি করবেন, দূত উপস্থিত হইয় অধিপতির অভিপ্রেত অাশা ব্যক্ত করিলে আলেকজণ্ডারের পিতা মাতা তাহাকে সমাদরপূর্বক আহ্বান করিয়া কহিলেন ভূপতি এদীনের ভবনে অধিষ্ঠান হইয়৷ অম্লতথ্য স্বীকার করিবেন ইহা অপেক্ষ আমাদের আর কি সৌভাগ্য আছে। প্রেরিত চর প্রত্যাগমনপূর্বক পৃথ্বীপতিকে কহিলে তিনি সহচরগণ সংহতি পিতৃভবনে আগমন করিলেন, জনক-জননী সন্ত্রমে গাত্ৰাখানপুৰ্ব্বকপ্রণাম করিতে উদ্যত হইলে রাজ তাহদিগের হস্ত ধারণপুৰ্ব্বক উত্তোলন করিয়া আলিঙ্গন করিলেন ।