পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)) రి সপ্তাচার্য্য উপাখ্যান । লইয়৷ ভোজন করিতেছিলাম, এক বুলবুল পক্ষী গবাক্ষদ্বার সন্নিহিত এক বৃক্ষে বসিয়া মধুস্বরে গান করিতেছিল, পুত্র ঐ গানের ভাবি ভাবাৰ্থ ব্যক্ত করিয়া কহিল,"আমি এক প্রসিদ্ধ পৃথ্বীপতি হইব, তোমরা উভয়ে বারি অাধার এবং গাত্রমার্জনী লইয় দণ্ডায়মান থাকিব,”ইহাতে আমি অত্যন্ত ক্রুদ্ধ হইয় তাহাকে সমুদ্রনীরে নিঃক্ষেপ করিয়াছি, রাজা কহিলেন, সে জীবিত থাকিয় এমুখ সম্ভোগ করিলে তোমার কি হানি হইত ? তিনি উত্তর করিলেন, আমার কোন অপকার না হইয়া বরং এই উপকার হইত, যে আমি এই নিষ্ঠুর কর্মের পাপভাগী হইতাম ন, নৃপতি কহিলেন, তুমি যে ইহাকে কুকৰ্ম্ম জ্ঞান এবং পরামগরের নীতিবহির্ভূত কৰ্ম্ম বোধ করিয়াছ, এজন্য আমি সন্তোষ হইয়া সমস্ত সত্য কহিতেছি, অবধান কর, তুমি যে অপত্যকে অর্ণবে বর্জন করিয়াছিল, আমিই তোমার সেই পুত্র, পরমেশ্বর মম প্রতি অমুকুল হইলে আমি কুলপ্রাপ্ত হইয়৷ তৎপ্রসাদাৎ এই অসীম সুখ সম্ভোগ করিতেছি। এই সমস্ত শ্রবণমাত্র তাহার জনক জননী পুত্রের পদতলে পতিত হইয় রোদন করিতে লাগিলেন, মহীপাল তাহাদিগকে উত্তোলন করিয়া কহিলেন, শঙ্কা পরিত্যাগ কর, আমার সোঁতাগ্যে তোমরাও সুখী হইবা, পরে উভয়কে আলিঙ্গন করিয়া আপন রাজ্যে আনয়নপূর্বক পরম মুখে কালযাপন করতে লাগিলেন । এই আখ্যায়িক সমাপন করিয়া ডাওক্লিসিয়ান পশ্চাৎ একটিত কতিপয় পংক্তি বক্তৃতা করিতে লাগিলেন। " এই ইতিহাসদ্বারা স্পষ্ট প্রতীতি হইতেছে, যে বিধাত যাহ নিদ্ধারিত করিয়াছেন, তাহ অবশ্য ঘটিবে, অতএব তাহার