পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>:R সপ্তাচার্য উপাখ্যান । এই অপকলঙ্ক ভাগী করিয়াছিলেন, তৃতীয়তঃ, মহারাজকে বঞ্চন করিয়; এই দুরাত্মার সহিত অবিরত রত ছিলেন, এই সকল কারণপ্রযুক্ত মহিষীকে বিহিত দণ্ড প্রদান করিলে সৰ্ব্বসাধরণে জ্ঞাত হইবে যে নিরপরাধি ব্যক্তির কদাচ মন্দ হয় না, পরমেশ্বর স্বয়ং সমৃকূল হইয়া তদ্বিপক্ষের প্রতি প্রতিকুল তয়েন | ইহা শুনিয়া মহিষী রাজার পদতলে পতিত হইয়া ক্ষম। 21থনা করিতে লাগিলেন, কিন্তু সকল বিফল হইল, ডাওক্লিসিয়ান বীরস্থার বিচার প্রার্থনা করিলে বিচারপতির পশ্চাল্লিখিত দগুজ্ঞা প্রদান করিলেন। "দুর্কিনীত রাণীর ব্যভিচার ইত্যাদি সকল দোষই স্পষ্ট প্রতীত হইতেছে, অতএব আমাদিগের বিচারানুসারে যুক্তি এই যে তাহকে চক্রবিহীন যানারোহণে নগর প্রদক্ষিণ করাঈয় পরিশেষে প্রজ্বলিত হুতাশনোপরি প্রক্ষেপ করিয়| প্রাণ সংহার কর কৰ্ত্তব্য, আর ঐ দুরীয় লম্পটের দেহ সহস্রখণ্ডে বিভাগ করিয়া কুকপুর শকুনি ইত্যাদি পশু পক্ষিক তৃপ্ত করা অভাবশ্যক” । প্রজাগণ এই দণ্ডাজ্ঞায় পরম পরিতে্য প্রাপ্ত হইলে রক্ত তৎক্ষণাৎ তাহ করাইলেন।

  • কালসহকারে নৃপতির লোকান্তর প্রাপ্ত হইলে ডাওক্লি'ময়ন স্বয়ং রাজ্যেশ্বর হইয়। সপ্ত আচার্যাকে মন্ত্রী করলেন, এবং তঁহাদিগের পরামর্শ মুসারে রাজ্য পালন করিয়া সসগর ধরমধ্যে একাধিপত্য করিতে লাগিলেন, অনন্তর বদ্ধকাদশাগ্রযুক্ত দশমীদশা প্রাপ্ত হইয়া মানবলীলু করলেন।

সমাপ্ত। %) ജു