পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান । রোমনগরাধিপতি রাজার সহিত লম্বাড়ি দেশাধিপতির কন্য’র বিবাহ ও তংদনৰ্বঙ্কাত এক সন্তানের জন্ম, এবং রাণীর পীড়িত:বস্থায় রাজার নিকট প্রার্থনা ও মৃত্যু। প্রসিদ্ধ রোমনাম নগরীতে পণ্টাইনস নাম এক প্রবল প্রতাপ নরপতি ছিলেন, তিনি লম্বাড়ি দেশের রাজার এক পরম রূপবতী এবং গুণবতী কন্যা বিবাহ করিলেন, কালক্রমে তাহার ডাওকুসিয়াননামক এক পুত্ৰ জন্মিল। তাহাতে কেবল যে পিত মাতা আল্লাদ প্রবাহে নিমগ্ন হইলেন এমতনহে, প্রত্যুত সেই পুত্ৰ রাজ্যস্ত সমস্ত লোকেরও আশীরূপ যষ্ঠীর স্বরূপ হইলেন। তাহার শৈশবাবস্থাতেই জ্ঞান এবং দয়ার লক্ষণ প্রকাশ হইল, এবং বয়োবুদ্ধির সহিত শারীরিক এবং আন্তরিক প্রতিভার ও বৃদ্ধি হইতে লাগিল। কিন্তু সৌভাগ্য কাহারও প্রতি সৰ্ব্বসময় সন্তকুল থাকে না, সুতরাং হার দৃষ্টির চপল তা হইলে রাজ্যের নান! প্রকার অমঙ্গল ঘটিতে লাগিল । রাজকুমারের সপ্তম বর্ষ বয়ঃক্রম সময়ে রাণীর এক উৎকট পীড়া উপস্থিত হইলে তিনি সেই বিকার প্রতিকারে নিরাশ হইয়া রাজার নিকট নিম্নলিখিত প্রার্থনা করিতে লাগিলেন, “ হে স্বামন : অমর যে এই বিষম বিকার ইতে নিস্তার ক