পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ সপ্তাচার্য্য উপাখ্যান । হইবে এমত আর বোধ হইতেছে না, কিন্তু আপনার এবং পুত্রের মঙ্গল সৰ্ব্বদাই চিন্তা করিতেছি, তন্নিমিত্তে আমি বোধ করি যে অধিনীর প্রার্থনাতে আপনি অসম্মত হইবেন না,”অনন্তর রাজ স্বীকার করিলে মৃতকল্প রাজী কহিলেন, “ মহারাজ ! আমার অমৃভব হইতেছে যে মম মরণানন্তর রাজ্যের মঙ্গলার্থ আপনি পুনৰ্বর বিবাহ করিবেন, কিন্তু তনয়কে তাহার নিকট না রাখিয়া নগরান্তরে ধৰ্ম্মবিষয় এবং বিদ্যাশিক্ষা করাইবেন, কারণ বিমাত কদাচ সপত্নীপুত্রকে আপন পুত্ৰসম স্নেহপূর্বক প্রতিপালন করে না” । রাজা গ্রেয়সী মহিষীর প্রস্তাব প্রকৃত বোধে সম্মত হইলে রাণীর তৎক্ষণাং প্রাণবিয়োগ হইল, তাহাতে রাজ্যস্থ সমস্ত লোকেই বিলাপ এবং পরিতাপ করিতে লাগিল। রাঞ্জ কিপ্রকারে তাহার পুত্রকে সপ্তদানি শিক্ষকের নিকট নিযুক্ত করেন তাহার বিবরণ। রাণীর দাহক্রিয়া সমাধা করণানন্তর, মহীপাল মহিষীর প্রার্থন পূর্ণকরণার্থমনেই চিন্তা করিতেলাগিলেন, “সন্তানকে বাল্যকালে রাজনীতি এবং চরিত্র শিক্ষা দেওয়া অত্যাবশ্যক তাহা হইলে আমার মরণানন্তর অনায়াসে রাজকাৰ্য্য সম্পাদন করিতে পরিবে" এবং এবিষয়ের সংপরামর্শার্থ সভার প্রধান অমাত্যগণকে আহ্বান করিলেন। তাহারা সকলে একৈক্য হইয়া কহিল, “ মহারাজ ! রোমনগরে সপ্তবিচক্ষণ আচার্য্য আছেন, তাহারা । সৰ্ব্বশাস্ত্রবেত্তা, অতএব তাহদের নিকট রাজকুমারকে নিযুক্ত করিলে তিনি সৰ্ব্বশাস্ত্রে পারদর্শী হইতে পারবেন।” রাজার্তাহ