পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সগুণচার্য্য উপাখ্যান । ○ ণের পরামর্শে সৰ্ম্মত হইয়া শিক্ষকগণকে আনয়নার্থ শীঘ্ৰ দূত প্রেরণ করিলেন। অনন্তর তাহার রাজাজ্ঞানুসারে উপস্থিত হইলে রাজা তাহাদিগকে কহিতে লাগিলেন, “হে আচার্য্যগণ! আমার এক সন্তান মাত্র, অতএব তাহাকে সৰ্ব্ববিদ্যায় নিপুণ করণার্থ আপনাদের নিকট সমর্পণ করিতে অভিলাষ করিয়াছি, যাহা হইলে সে আমার অবর্তমানে অনায়াসে রোমরাজ্য শাসন করিতে সক্ষম হইবে, আমার এই অভীষ্টসিদ্ধি হইলে আমি আপনাদের সমুচিত পারতোষিক প্রদান করিব,” পণ্ডিতেরা এই ভার হর্ষপূৰ্ব্বক গ্রহণ করিলেন, এবং রাজপুত্রের রাজশ্ৰীযুক্তমেধাশক্তি দর্শন করিয়ামর্যাদা পাইবার আশা করিতে লাগিলেন, এবং এই মানস সফল করণীর্থ রোম নগরের প্রান্তভাগে এক সুরম্য স্তান নিদিষ্ট করিলেন, ঐ স্থান জলাশয় উদ্যান ইত্যাদি দ্বার পরম রমগীয় ছিল । - রাঙ্গ; সভাস্থ প্রধান মন্ত্রিগণের এবং অন্যান্য রাঙ্গাদিগের পরামর্শানুসারে পুনর্দার বিবাহ করেন। পাশ্ববৰ্ত্তি রাজার এবং অমাতাগণ ভূপতির বিবাহ দিবার কল্পনা করিয় রাজাকে কহিলেন, মহারাজ যদি নৃপনন্দনের কোন অমঙ্গল হয় তবে রাজ্য করিবার আর দ্বিতীয় ব্যক্তি নাই, একারণ আপনার বিবাহ করা কৰ্ত্তব্য হইয়ছে, ইহাতে রাজ অগত্য সম্মত হইলেন, এবং কিয়দিন নন্তর কষ্টীল রাজ্যেশ্বরের এক পরমসুন্দরী দুহিতা বিবাহ করলেন। এই নবোঢ রাজী প্রথমাবস্থায় রাজার এমত প্রণয়ভাগিন ক ২