পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। & রাজ-আজ্ঞা পালন করা কর্তব্য কি না ইহা জ্ঞাত হইবার নিমিক্স আচাৰ্য্যগণ গ্রহনক্ষত্ৰাদি গণনা করেন। বিচক্ষণ পণ্ডিতের রাজার অভিপ্রায় বুঝিয়া গ্রহনক্ষত্রাদি দর্শনার্থ প্রদোষকালে উদ্যান প্রবেশ করিলেন। এবং এক নক্ষত্ৰ দেখিয় স্থির করিলেন, যে নৃপনন্দনের রাজভবন গমনে মৃত্যুশঙ্কা আছে এবং তৎপরে একক্ষদ্র নক্ষত্রদ্বারা নিশ্চয় করলেন, যে ঐ নিৰ্দ্ধারিত সময়ে রাজপুত্র সমভিব্যাহারে নৃপ সমীপে উপস্থিত না হইলে তাহাদিগের প্রাণদণ্ড হইবে। যৎকালীন তাহার এই উভয় সঙ্কটের উপরে বিষয়মনে চিন্তা করতেছিলেন, ইত্যবসরে রাজকুমার নিকটবৰ্ত্তী হইয়। র্তাহাদিগের বিমর্শের কারণ জিজ্ঞাসু হইলে তাহার উত্তর করিলেন, “হে ভূপনন্দন! পেন্টিকোস্ট পৰ্ব্বদিবসে রাজতোমাকে বাট লইয়া যাওনার্থ আদেশ করিয়াছেন, তন্নিমিত্ত্বে নক্ষত্রগণনা করিয়া দেখিলাম, যে যদি আমরা রাজাড়ামুসারে তোমাকে উক্ত সময়ে উপস্থিত করি, তবে তোমার জীবন সংশয় হইবে, এবং আর এক নক্ষত্র দ্বারা স্থির করিলাম, যে রাজাজ্ঞ প্রতিপালনে পরঙমুখ হইলে আমাদিগের প্রাণ নষ্ট হইবে,"তৎপ্রবণে নৃপকুমার কইলেন, আজ্ঞা করিলে আমি একবার আকাশমণ্ডল নিরীক্ষণ করিয়া দেখি, পরে গ্রহনক্ষত্রাদির আকার প্রকার দেখিয়া কহিলেন, “আমি এক নক্ষত্র নিরীক্ষণ করিয়া নিশ্চয় করিলাম যদি আমি সপ্ত দিবস মৌনাবলম্বন করিয়| কথা না কহি, তবে আপনাদিগের এবং আমারও প্রাণ রক্ষা হইবে, আর আপনার সপ্তাচাৰ্য্য বাকপটুতা এবং সদ্বষ্কৃত শক্তিতে অদ্বিতীয়, অতএব ভদ্বার সপ্তদিবসের নিমিত্ত যে আমার ক ৩