পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w) সপ্তাচার্য্য উপাখ্যান। প্রাণ রক্ষা করিবেন ইহা বিচিত্র নহে, পরে অষ্টম দিবসে আমি স্বয়ং বক্তৃতা করিয়া মহাশয়দিগের এবং আমার প্রাণ রক্ষা করিব।” ইহা শুনিয়া শিক্ষকের বিশেষ বীক্ষণ করিয়া দেখিলেন যে ক্টাহাদিগের শিয্যের কথা যথার্থ বটে, অনন্তর তাহার অসামান্য বিদ্য বুদ্ধিতে অশেষ প্রকার প্রশংসা করিয়৷ অতীন্ট সিদ্ধি নিমিত্ত পরমেশ্বরকে অসঙ্খ্য ধন্যবাদ করিতে লাগিলেন, এবং কছিলেন, ইহাতে আমরা যে কেবল ধন মান প্রাপ্ত হইব এমত নহে, প্রত্যুত রোম রাজ্যেরও সুখসমৃদ্ধির বৃদ্ধি হইতে পরিবে। অনন্তর আচার্যের* এক২ জন এক২ দিবসের নিমিত্ত নৃপনন্দনের জীবন রক্ষার্থে বাদ লুবাদ এবং অদত গল্প করিতে নি ক্ত হইবার উপায় স্থির করলেন। రోJ রাজার মহাসমারোহে পুত্রের সহিত সাক্ষাৎ করিতে যাত্ৰা । ভূপতি রাজকুমারের আগমনবা শ্রবণমাত্ৰ সৰ্ব্ব সভস্থ সমস্ত অমাত্য সমষ্টিব্যাহারে সমুচিত পরিচ্ছদ পরিধানপূর্বক অগ্রসর হইলেন, শিক্ষকের রাজাগমন শ্রুত হইয়| কুমারকে কঠিলেন, আপনার অনুমতি হইলে আমরা গুপ্তবেশে নগর প্রবেশ করিয়া এবিষয়ের সদুপায়চেষ্টা করি । রাজপুত্ৰ সন্মত হইয়| কহিলেন, এবিপদ পরমেশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে অতএব তাহার মনে যাহা আছে তাহ অবশ্য উক্ত আচাৰ্য্যদিগের নাম পণ্টিলস, লেমটিউলস, টেনমান, কুইড্রেক্ষ, যেশিফস, রিওফিস, এবং শেলেন।