পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। ‘. হইবে, অনন্তর শিক্ষকের বিদায় লইয়া গুপ্ত পথাবলম্বনে রাজধানী প্রবেশ করিলেন, রাজপুত্র অন্যান্য সহচর সংহতি রাজসভায় গমন করিতে লাগিলেন, পরে নগরের নিকটবৰ্ত্তী হইয় দেখিলেন যে মহীপাল সকল সভাসদ সমভিবা হারে আগমন করিতেছেন, তদৃষ্টি সম্মুখীন হইয়া যথা বিধি নিয়মানুসারে পিতার চরণে সষ্টাঙ্গ প্ৰণিপাত করিলেন, কিন্তু কোন বাক্য প্রয়োগ করলেন না ইহাতে রাজা তনয়কে লজ্জিত বোধে আহলাদপূর্বক আলিঙ্গন করিয়া আপন যানের দক্ষিণপাশ্বে বসিতে আদেশ করলেন । অনন্তর ধরণীধর পৃত্রের বিদ্যা বৃদ্ধি পরীক্ষার্থ অগ্নাশীঘl. কি কচিতে লাগিলেন, “ দেখ আমি এমত জনপদের অধিতি তষ্টয়াছ যে এই সকল নৃপতিরাও আমার আজ্ঞাবহ হইয়া কালযাপন করিতেছে’ । কিন্তু রাজকুমার গ্রহবৈগুণা স্মরণ করিয়া কিছুই উত্তর করলেন না, ইহাতে রাজা এবং সভা জন সকলেই বিস্ময়াবিন্ট হইলেন, তাহাদিগের অন্তরে এই আশা ছিল যে রাজপুত্র অদ্বিতীয় বিদ্বান হইয়ছেন অতএব অচিরে ইহার সমুচিত উত্তর দিবেন। - রাণী রাজপুত্রের আগমন বা শ্রবণমাত্র অমূল্য অলঙ্কারে ভূধিত হইয়া সহচরীবর্গ সংহতি রাজসভায় আগমন করিলেন, এবং নৃপতনয়ের নিকট উপবিষ্ট হইয় রাজাক জিজ্ঞাস করলেন, "মঙ্গরাজ ! আপনি যে পুত্রকে সপ্তচর্য্যের নিকট বিদ্যাভাসে নিযুক্ত করিয়াছিলেন সে কি এই তনয়” । রাজা কহিলেন প্রেয়সি ! সে এই সন্তীন বটে, কিন্তু ইহাকে নিরুত্তর দেখিয়া অত্যন্ত সাশ্চর্য্য হইলাম । এই কথা শ্রবণ করিয়া মহিষী কহিলেন, " মহারাজ ! বোধ ما ウ