পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

þ- সপ্তাচার্য্য উপাখ্যান । হয় এই মৌনাবলম্বনের কোন আশ্চৰ্য্য কারণ থাকিবে, অতএব আপনি অনুমতি প্রদান করিলে আমি রাজপুত্রকে এক বিজন গৃহে লইয়৷ ইহার বিশেষ বিবরণ জিজ্ঞাস করি, ভূপতি র্তাহার অসম্ভাবিত প্রণয়ের প্রতি কোন সন্দেহ না করিয়া রাজপুত্রকে রাণীর গৃহে যাইতে আজ্ঞা করিলেন। -ബ রাণী রাজপুত্রকে প্রেমজালে বন্ধ করিতে চেষ্টা করেন, কিন্তু নৃপ কুমার অসমত হইলে মহিষী তাঁহাকে মিথ্য অপবাদের দোষী করিয়া উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিয়া উঠেন। মদন-উন্মদিনী নৃপপত্নী গৃহে প্রবেশমাত্র দ্বার রুদ্ধ করিয়া রাজকুমারের হস্ত ধারণপূর্বক আপন পর্যাঙ্কে বসাইলেন, এবং রাজপুত্রকে সম্বোধন করিয়া কহিলেন, তোমার রূপ গুণ শ্রবণ করিয়| তব অনিয়নার্থ অধিপতিকে অনুরোধ করিয়ছিলাম, এক্ষণে তোমাকে নয়ন গোচর করিয়া নয়নদ্বয় সার্থক করিলাম আমি তোমার আসার আশাতেই এ জীবন রাখিয়াছি, অতএব আইস, উভয়ে শয়ন করিয়া যৌবনকাল চরিতার্থকরি। রাণী এইরূপ নানা প্রকার প্রণয় বাক্যে নৃপনন্দনের মন আয়ত্ত করিতে চেষ্টা করিলেন, কিন্তু তাহার সৌজন্যতার অন্যথা হইল না, অধিকন্তু তিনি এক বাক্যও প্রয়োগ করলেন ন', তৎপরে রাণী কহিলেন,হে নৃপতনয়! তুমি আমার জীবন সৰ্ব্বস্ব, যদিও তুমি মৌনাবলম্বন প্রতিজ্ঞ করিয়াছ আমার সহিত একবার কথা কহিলে কি হানি আছে অতএব সকল আশঙ্কা ত্যাগ করিয়া তোমার মেীনের বিবরণ প্রকাশ করিয়া কহ, এমত নিষ্ঠুর হওয়া উচিত নহে, তুমি যুবা পুরুষ এবং আমিও পুর্ণযৌবন