পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । § নারী, আর তুমি সুন্দর এবং মম সদৃশ অনুপম সুন্দরী এই রোমরাজ্যে নাই অতএব একবার বদন উত্তোলন করিয়া এদাসীর প্রতি দৃষ্টি কর। ইহা কহিয়া স্মরশরে অধীর হইয় রাজপুত্রকে অলিঙ্গন করিলেন, এবং কহিলেন যদি অধিনীর প্রতি প্রতিকূল হইয়। কথা না কহ তবে নিতান্ত প্রাণ ত্যাগ করব, দেখ আমি তোমার পদতলে প্রেমাকাঙ্ক্ষিণী হইয় পতিত আছি, এদশ দেখিয় লৌহ প্রস্তরও আর্দ্র হয়, আমার এতদিবস স্থান ছিল যে আমি । নিতান্ত নিয়ূরের মনও নম্র করিতে পারি, কিন্তু এইক্ষণে তোমার নিকট হেয় হইলাম। অনন্তর নৃপনন্দন নিরুত্তর থাকিলে মহিষী মসাধার লেখনী ও কাগজ অনিয়ন করিয়া কহিল, “নাথ ! যদি তুমি বাক্যে বাক্ত করিতে লজিক্তত হও তবে লিপি দ্বারা মনের মানস প্রকাশ কর,” ইহাতে রাজপুত্র লেখনী গ্রহণ করিয়| নিম্ন লিখিত লিপি লিখিলেন । “হে রান্দ্রি! আমি পিতৃপাত্র অপবিত্র করতে পারিন, যাহাতে পরমেশ্বরের নিকট নিতান্ত অপরাধী এবং জনকের কোপ|নলে পতিত হইব, অতএব তোমাকে বিনতি করিতেছি তুমি এই দুটাচার হইতে বিরত হও”। রাণী এই লিপি পাঠ করিয়া ক্রোধপূর্বক দন্তদ্বারা খণ্ড করলেন, এবং আপন পরিচ্ছদ বসন ভূষণ খং করিয়৷ নখঘাত দ্বার নিজমুখে রক্তপাত করিলেন, তৎপরে উচ্চৈঃস্বরে চিংকার করিয়া কহিলেন, “ হে রাজন! আমাকে রক্ষা কর, তোমর এই দুরাচার কৃতঘ্ন পুত্র আমার স্ত্রীধৰ্ম্ম নষ্ট করি:ত উদ্যত হইয়াছে ”