পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yo সপ্তাচাৰ্য্য উপাখ্যান । রাণী রাজপুত্রকে এই ব্যভিচার অপবাদের দোষী করিলে রাঙ্গা ! তাতাকে বধ করিতে আজ্ঞা দেন এবং রাজসভার মুখ্য মন্ত্রিগণের পরামর্শে নিবৃত্ত হয়েন। মহীপাল সভাইইতে মহিষীর ক্ৰন্দনধ্বনি শ্রবণ করিয়া তাহার তথাস্থসন্ধানহেতু সক্তিগণসংহতি শীঘ্ৰ গৃহিণীর গৃহে গমন করলেন, প্রবেশমাত্র রাণী উচ্চৈঃস্বরে রোদনপূর্বক কহিতে লাগিলেন, হে স্বামিন ! মম প্রতি সামুকুল হইয়া বিচার করুন, আপনার লম্পটাধম পুত্রের ব্যবহার এবং বিদ্যার ফল দেখন, আপনি যাহা প্রশ্ন করিয়াছিলেন তাহার কিছুই উত্তর করতে পারল না, আর আমার সহিত এই অকথ্য কুকৰ্ম্মে প্রবৃত্ত হইতে উপক্রম করিয়ছিল, অনন্তর আনি অসম্মত হইলে আমাকে বিবশ করিয়া মুখে দন্তাঘাত দ্বারা শোণিত নির্গত করিয়াছে, আপনি আর কিঞ্চিৎকাল বিলম্ব করিলে আমার স্ত্রীধৰ্ম্ম সতীত্ব নষ্ট করিয়৷ অভিপ্রেত আশা পূর্ণ করিত। রাজা এই কথা শ্রবণমাত্র ক্রোধে প্রজ্বলিত হুতাশন সদৃশ ভীষণ হইয় সিংহাসনে আরোহণপূর্বক পুত্ৰকে বধ করিতে অজ্ঞ প্রদান করিলেন, এবং এমত কহিয়া দিলেন যেন তিন ঘটিকার মধ্যে তাহকে নিষ্ঠুরতা এবং লচ্চিতরূপে বধ করে। অমাত্য এবং সভাসদগণ রাজার এই দণ্ডাজ্ঞ শ্রবণ করিয়া কহিলেন, মহারাজ ! অবিচারে প্রাণ দণ্ড করা উচিত নহে তাহ হইলে সকলে কহিবে রাজ ক্রোধান্ধ হইয়া নিজনিরাপরাধ পুত্রকে বধ করিলেন। রাজ মন্ত্রিগণের বাক্যে নিবৃত্ত হইয়া বিচারপূর্বক আজ্ঞা দেওনার্থ তৎকালে রাজকুমারকে কারারুদ্ধ রাখিতে আদেশ করিলেন ।