পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i f সপ্তাচার্য্য উপাখ্যান । >> নৃপনন্দন নিধন না হইলে রাণী হরিষে বিষাদিত হইয়া এক ঔষধি বৃক্ষের গপ দ্বারা পুনৰ্ব্বার রাজাকে পুত্র বধে প্রবৃত্ত করেন। রাজকুমারের জীবিত বাৰ্ত্ত শ্রবণ করিয়া মহিষী স্নান বদনে আপন গৃহে শয়ন করিয়া রহিলেন, রজনী উপস্থিত হইলে রাজা অন্তঃপুরে প্রবেশিবামাত্র রাজ্ঞীকে বিমর্শ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, প্রিয়ে! অদ্য কি নিমিত্তে তোমাকে এমত বিসয়মন দেখিতেছি, রাণী উত্তর করিলেন, মহারাজ ! রাজপুত্ৰ অ|ম{কে অপমানিত করিলে আপনি তাহীকে বিনাশ করিতে অ{জ্ঞা করিলেন, কিন্তু সে এপর্ম্যন্ত আমার অপমান এবং অধয়ের মূল কারণ হইয়া জীবিত রহিয়াছে, নৃপতি কহিলেন, রাক্তি ! ধৈর্য্যা হও কল্য প্রাতে নিশ্চয় তাহীকে নিধন করিব। রাণী কহিল, আপনি তাহাকে নিধন না করিলে এই রোমনগরনিবাসি কোন ব্যক্তির এক অসামান্য গুণবিশিষ্ট বৃক্ষ নন্ট হওয়াতে যে রূপ দুর্দশীঘটনা হইয়াছিল, অমাদিগেরও তদ্রুপ ঘটিবে। রাজা এই শাখির বিস্তারিত গুণ শ্রবণে ব্যগ্র হইলে, রাণী কহিতে আরম্ভ করিলেন। ইতিহ;স । রোম নগরবাসি এক সাধুর উদ্যানে এক মনোহর বৃক্ষ ছিল, তাহার প্রতিবৎসরে আশ্চৰ্য্য ফল হইত, ঐ ফলের ফল এই য়ে তাহ তক্ষণ মাত্রে নর অজর হয় | সাধু এই বৃক্ষমূলহইতে এক অঙ্গুরের অঙ্কুর দেখিয়া পরম সন্তোষ প্রাপ্ত হইলেন, এবং মনেই আশা করলেন, যে কাল ক্রমে বৃদ্ধবৃক্ষের সদৃশ উপকার প্রাপ্ত হইব।