পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য উপাখ্যান। >Nう মুখী হইয়াছে, আর দুবৃত্ত রাজপুত্র এই বৃক্ষের অঙ্করস্বরূপ হইয় আপনার ক্ষমতারূপ শাখা চ্ছেদন করিয়া সাধারণ জনগণের প্রিয়ভাজন হইতে সচেষ্টত হইয়াছে অবশেষে মহারাজার জীবন নাশ করিয়া স্বয়ং রাজ্যেশ্বর হইবে, তাহাতে দীন দরিদ্রাদি সৰ্ব্ব সাধারণেই নৃপকুমার রক্ষাহেতু দুর্নাম করিবে, ভগ্নিমিত্তে আমার পরামর্শ এই যে আপনার প্রতাপ থাকিতে? আপনি নন্দনকে নষ্ট করুন, নচেৎ আপনাকে উক্তরূপে দীনদরিদু জনগণের অভিশাপগ্রস্ত হইতে হইবে, ইহা শুনিয়া রাজ কহিলেন, প্রিয়ে! তোমার মাদুপদেশে আমার জ্ঞান জন্মিল, অতএব কল্য প্রাতে আমি পুত্ৰকে অবশ্য বিনষ্ট করিব। পরদিবস মহীপাল সন্তানের বধর্থে সেনাপতিদিগকে অমুমতি প্রদান করিলেন, এবং রাজপুত্রের মৃত্যু সমাচার ঘোষ৭ার্থ ডিমডিম প্রচার করলেন। - পণ্টিলাসনামা প্রথম শিক্ষক এক কুলপুরের ইতিহাস বলিয়া রাজকুমারের প্রাণ রক্ষা করেন (ঐ কুলপুর তাছার প্রভূর সন্থানকে সর্পগ্রন্থঠইতে রক্ষা করে, এবং এক স্ত্রীর মিথ্যা অপবাদদ্বারা তং প্রভূকর্তৃক নিহত হয়) পরদিবস দিনকর কর প্রকাশ না হইতে সেনাপতির নৃপাদেশানুসারে নৃপতনয়ের বধার্থ সকল প্রয়োজনীয় বস্তুর আয়োজন করিল, ইহা দেখিয় প্রথমাচাৰ্য্য পণ্টিলাস সেনাপতিদিগকে কিয়ংকাল নিমিত্ত স্থকিত রাখিতে অনুরোধ করিয়া রাজপুত্রের রক্ষার্থ মহীপালসমীপে উপস্থিত হইয়া নৃপনন্দনের নির্দোষ প্রতীতি করণার্থ ৰক্ততা করিতে ইচ্ছা করিলেন। 하