পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । Ꮌ ☾ হইয়া সন্তানকে হিন্দোলোপরি শয়ন করাইয় গুপ্তভাবে তাহ দেখিতে গেলেন । মহাজনের বাটা অপরিস্কার থাকতে ঐ গৃহগৰ্ত্তইইতে এক অজগর সর্প বিহর্গত হইয় পুত্ৰকে দংশন করিতে গমন করিতেছিল, তদৃষ্টে কুকুর শিশুর প্রাণরক্ষার্থবিষধরকে আক্রমণ করিল, ইহাতে এমত সংগ্রাম উপস্থিত হইল যে তাহার বেগে শিশুসহিত দোলা অধঃপতিত হইল, কিন্তু সন্তান বস্ত্রাবৃত থাকতে কোন অঘাত পাইল না, পরে সর্পের দংশনজালায় অত্যন্ত ক্রোধিত হইয় তাহকে খণ্ডই করিল, এবংশোণিতাভিষিক্ত হইয় স্বস্থানে প্রত্যাগমন করিল। অস্ত্র ক্রীড়া ভঙ্গ হইলে ধাত্রী গৃহপ্রবিষ্টমাত্র হিন্দোলক বিকৃত এবং কুকুরকে রক্তাবৃত দেখিয়া উচ্চৈঃস্বরে ক্ৰন্দনপূৰ্ব্বক তাহার ঠাকুরাণীকে কহিল, যে কুমারকে কুকুরে নষ্ট করিয়াছে, এই কথা শ্রবণমাত্র গৃহিণী এবং তৎসহচরীগণ হাহাকার করিয়। রোদন করিতে লাগিলেন, কিন্তু কাহারও দোলা অমুসন্ধান করিতে বুদ্ধি হইল না। গৃহস্বামী গৃহে উপস্থিত হইলে তাহার পত্নী ধাত্রীপ্রমুখাংযাহা শ্রবণ করিয়াছিল তাহাই অবিকল ঠাহীকে কহিলেন, তিনি সেই বজ্রসদৃশ বাক্য শ্রবণে ক্রোধে পরিপুর্ণ এবং বিষাদ প্রবাহে নিমগ্ন হইয় গৃহে প্রবেশ করলেন, কুকুর পূর্ববং আহ্বাদে লক্ষ প্রদান করত প্রভুর নিকট উপস্থিত হইলে তিনি তাহাকে শোণিতলিপ্ত দেখিয়া নিশ্চয় দোষিবোধে তৎকণ্ঠদেশে এক করাল করবাল আঘাতপূর্বক তাহার প্রাণ নাশ করিলেন, অনন্তর হিন্দোল নিকটবৰ্ত্তী হইয়া উত্তোলন করিয়া দেখিলেন, যে কুমার জীবিত রহিয়াছে, এবং মৃত সর্প দেখিয়া বিবেচনা করিলেন, যে थं २