পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ᎼᏄ ইহার প্রতিফল পাইবেন, যেমত এক রম্য শূকর রাখলের প্রবঞ্চনাদ্বারা পঞ্চস্তু প্রাপ্ত হইয়াছিল, তদ্রুপ শিক্ষকেরদের ধুৰ্ত্ততাও চাতুরীদ্বারা আপনারও সৰ্ব্বনাশ হইবে। রাজা এই ইতিহাস শ্রবণে ব্যগ্রচিত্ত হইলে মহিষী কহিল, আমি মহারাজাকে পুৰ্ব্বে যে এক উদাহরণ দর্শাইয়াছি, তাহ যদিও বিফল হইয়াছে, তথাপি আপ্লনার অনুরোধপ্রযুক্ত এই গল্প অগ্রস্তু করি, শ্রবণ করুন | ইতিহাস । আড়েনিস্ দেশের নিবিড় বন প্রদেশে এক ভয়ঙ্কর বরাহ বাস করত, তাহার অত্যন্ত অত্যাচারের প্রাদুর্ভাব হইলে তত্রস্থ রাজ রাজ্যমধ্যে ঘোষণা করলেন যে, যে এই বরহকে বধ করিতে সক্ষম হইবে তাহার সহিত নিজ দুহিতার পরিণয় দিব, এবং অামার লোকান্তরে সে রাজ্যেশ্বর হইবে । রাজ। এই অসাধারণ পারিতোষিক প্রদানে স্বীকৃত হইলেও কেহ এই দুঃসহ কার্য্যে সাহস করিতে পারিল না, এইরূপে বস্থকাল গত হইলে পরিশেষে এক মেষপাল মনে বিবেচনা করিল, যদি বরাহহস্তে মৃত্যু হয় তবে এই সংসার যন্ত্রণহইতে পরিত্রণ পাইব, আর যদি অতীষ্টসিদ্ধি হয় তবে অসংখ্য ধনাধিপতি হইব । মনে> এই সঙ্কল্প করিয়া যষ্ঠীগ্রহণপূর্বক ঐ গহনবিপিন গমন করিতে লাগিল, বন প্রবেশমাত্র শূকরের দৃষ্টিগোচর হইলে সে তাহার প্রতি ধাবমান হইল, মেষপালক প্রাণভয়ে তীত হইয় এক ভুরুহে আরোহণ করিল, ইহাতে বরাহ নিতান্ত হতাশ হইয় ক্রোধপ্রযুক্ত দস্তদ্বারা বৃক্ষমূলোৎপাটন করিতে লাগিল, তদ্বন্টে বৃক্ষপতন সম্ভাবনায় বনের মেষরক্ষক উভয় ט 2י