পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ সপ্তাচার্য্য উপাখ্যান । সঙ্কটাপন্ন হইল, কিন্তু তাহার সৌভাগ্যবশতঃ ঐ বিটপী ফলে পরিপূর্ণ ছিল, সে ঐ সকল ফল সঙ্কলন করিয়া ভূতলে নিঃক্ষেপ করিতে লাগিল, এবং বরাহ ক্ষুধাপ্রযুক্ত তং সমুদায় ভক্ষণ দ্বারা উদর পুৰ্ত্তি করিয়া শাখাতলে শয়ন করিয়া রহিল। এই অবসরে ধূৰ্ত্ত মেষপাল অল্প বৃক্ষহইতে অবতরণ করল, এবং এক হস্তে বৃক্ষ ধারণ করিয়া অপর হস্তদ্বারা শূকরের গাত্রে হস্ত বুলাইতে লাগিল, বরাহ ইহাতে স্বাস্থ্য পাইয়া নিদ্রিত হইলে মেষপালক স্বীয় ইষ্টসিদ্ধি করণার্থ এক চুরিক বাহির করিয়া তাহার কণ্ঠচ্ছেদ করিল, পরে তন্মস্তক লইয়া নরেশ্বরকে প্রদান করিলে তিনি স্বীয় অঙ্গীকারামুসারে নিজদুহিতার সহিত তাহার পরিণয় প্রদান করিলেন, এবং রাজার মরণানন্তর সেই মেষপাল রাজ্যেশ্বর হইল। তাৎপর্য্য । ইহা কহিয়া রাণী কহিলেন, “ মহারাজ ! আপনি ঐ বরাহস্বরূপ হইয়াছেন, মহাশয়ের দোদণ্ড প্রতাপে কোন ব্যক্তি প্রত্যক্ষে প্রতিকুলাচরণ করিতে পারে না, আর আপনার দুরাম অঙ্গজ মেষপালক সদৃশ হইয়া মহারাজের কুল, মান সন্ত্রম নষ্ট করিতে উদ্যত হইয়াছে, রাখাল যেরূপে শূকরের অঙ্গে হস্ত বুলাইয় নিদ্রিত করিয়া তাহার প্রাণ সংহার করিয়াছিল, তদ্রুপ আচার্য্যের তোষামোদ এবং মনোহর ইতিহাসদ্বারা মনঃ হরণ করিয়া রাজপুত্রকে রাজাকরণার্থ মহারাজের প্রাণ হরণ করবে, রাজা উত্তর করলেন, প্রিয়ে ! তুমি যাহা কহিলে তাহা বিচিত্র নহে, এ আসন্ন বিপদহইতে উদ্ধারহেতু কলাই সুতকে বরিসুতালয়ে প্রেরণ করাইব, ইহা শুনিয়া মহিষী প্রফুল্লবদনে স্বসদনে গমন করিলেন।