পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান। ১৯ এক স্ত্রী তাহার নিরপরাধি স্বামিকে পিলোরিদণ্ডে দণ্ডিত করাইয়াছিল, এই ইতিহাসদ্বারা দ্বিতীয় শিক্ষক লেণ্টিউলস রাজপু ত্রের জীবন রক্ষা করেন। লেণ্টিউলসনম দ্বিতীয় আচার্য নৃপনন্দনের নিধনবাৰ্ত্তা শ্রবণমাত্র শীঘু রাজচক্রবর্তির সন্মুখবর্তী হইয়া আবেদন করিল, “ হে রাজন ! পত্নীর পরামর্শানুসারে প্রাণাধিক পুত্রের প্রাণ নষ্ট করিলে এক সাধুসদৃশ দুরদৃষ্টভাগী হইবেন, ঐ সাধু তাহীর ভার্য্যর প্রবঞ্চনাদ্বারা পিলেরি দণ্ড প্রাপ্ত হইয়াছিল। ভূপতি এই উপাখ্যান শ্রবণে পিপাস্থ হইলে লেন্টিউলস্ কহিল, “মহারাজ ! নৃপতনয়ের দণ্ডাজ্ঞ স্থকিত রাখিলে আমি এই গল্প করিতে প্রবৃত্ত হই, অনন্তর রাজা সম্মত হইলে এই ইতিহাস আরম্ভ করিলেন। ইতিহাস । প্রসিদ্ধ মেণ্টয়ানগরবাসি কোন মহাজনের এক সৰ্ব্বাঙ্গ সুন্দরী পুর্ণযেীবন ভাৰ্য্যা ছিল, তিনি তাহকে অত্যন্ত ভাল বাসিতেন, কিন্তু তাহার বদ্ধক্য দশাপ্রযুক্ত তিনি উক্ত কামিনীর দুশ্চর্য হইবার আশঙ্কায় নিরন্তর তাহকে অন্তঃপুরে বদ্ধ করিয়া রাখিতেন, এবং যামিনীযোগে স্বহস্তে চাৰী বদ্ধ করিয়া তাহা অাপন মস্তকনিম্নে রাখিতেন, কিন্তু এমত পুর্ণ সাবধান হইয়াও তিনি পত্নীকে এই দুশ্চরিত্রতাহইতে রক্ষা করিতে পারিলেন না। মহাজন নিদ্রিত হইলে ঐ দুষ্ট স্ত্রী ভ়াহার মস্তকের নিম্নহইতে চাৰী লইয়া দ্বারমোচনপুৰ্ব্বক উপপতির নিকট গমনাগমন করিতেন, এবং প্রত্যাগমনকালীন পূৰ্ববং বদ্ধ করিয়া নিঃশব্দে স্বামির নিকট শয়ন করিয়া থাকিতেন ।