পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ সপ্তাচার্য্য উপাখ্যান । এইরূপ গোপনভাবে কিয়দিবস গত হইলে এক দিবস নিশীথ সময়ে সে জার নিকট গমন করিলে সাধু নিদ্রাচ্যুত হইয় দেখিলেন যে প্রিয় নিকটে নাই, ইহাতে সন্দেহপ্রযুক্ত চাবী অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু তাহাও পাইলেন না, পরে গাত্রোথানপুৰ্ব্বক দেখিলেন, যে চাবী দ্বারে লগ্ন রহিয়াছে, তদৃষ্টি দ্বারে খিল দিয়া প্রেয়সীর প্রত্যাগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। ঐ নগরের নিয়ম এই ছিল, যে নিদ্ধারিত রজনীর ঘন্টাধ্বনি পরে নগরপালগণ কোন স্ত্রী কিম্বা পুরুষকে রাজপথে দেখিলে তাহাকে তৎকালীন কারারুদ্ধ রাখিয়া পরদিবস পিলেরি দণ্ড প্রদান করিত। কিয়ংকাল পরে তাহর স্ত্রী উপপতির নিকটহইতে আগমন করিল, এবং দ্বার রুদ্ধ দেখিয়া দ্বারে আঘাত করতে লাগিল মহাজন গবাক্ষহইতে পত্নীকে নিরীক্ষণ করিয়া এইরূপে ভংগন করিতে লাগিলেন । ও রে দুষ্ট নারি! তুমি আমাকে প্রবঞ্চনা করিয়া প্রত্যহ এইরূপ জারনিকটে গমন কর, অতএব যেপর্যন্ত ঘণ্টাধ্বনি না হয় তদবধি তুমি ঐ স্থানে দণ্ডায়মান থাক, পরে গ্রহরিকর্তৃক ধৃত হইলে তোমার যেমত কৰ্ম্ম তদুপযুক্ত প্রতিফল হইবে। ইহ শুনয় তাহার স্ত্রী কহিতে লাগিল, হে স্বামিন ! আমি নিরপয়াধিনী, এবিধায় আমাকে কলঙ্কিনী করিয়া এরূপ দণ্ড করিবেন না, আমি যেরূপ পতিব্রতা তাহ পরমেশ্বরই জানেন । জননী বিষম বিকারে স্বীয় মরণ নিশ্চয় করিয়া আমাকে দেখিবার জন্য এক দূত পঠাইয়াছিলেন, অতএব আপনাকে নিদ্রাভঙ্গ না করিয়া অল্পে উঠিলাম, এবং চাব লইয়া দ্বার মুক্ত করত মাতার নিকট গমন করিয়াছিলাম, আর র্তাহার