পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান । ९$ এমত প্রবল পীড়া দেখিলাম বোধ হয় অদ্য রাত্রিতেই ভঁt. হার মৃত্যু হইবে, কিন্তু তোমাকে না দেখিয়া আমি ক্ষণমাত্র জীবন ধারণ করিতে পারি না, সুতরাং তাহার চরমদশ দেখিয়াও আমাকে অসিতে হইল, আমি তোমার নিতান্ত অস্থগত এতজ্জন্য আমাকে অপমানতাগিনী না করিয়৷ গৃহে প্রবেশ করিতে দিউন, কিন্তু মহাজন তাহার প্ররোচক বাক্যে বিশ্বাস না করিয়া কোন ক্রমেই বাটাতে প্রবেশ করিতে দিলেন না, পরে সে হতাশা হইয়া কহিল, দেখ প্রহরিকর্তৃক ধৃত হইলে আমিই যে কেবল অপযশঃ ও অপমানভাগিনী হইব এমত নহে, তোমার এবং তব জ্ঞাতিবর্গেরও কুলে কলঙ্ক হইবে, ত্যাদিরূপ বহুবিধ বিনতিদ্বারা পতির মনঃ আয় স্তু করিতে অক্ষম হইয় পরিশেষে এক যুক্তি স্থির করিলেন, এবং পশ্চাল্লিখিত কৌশলদ্বারা কৃতকার্য্য হইলেন। “ হে নাথ ! আপনি আমাকে গৃহে প্রবেশ হইতে দিলেন না, অতএব আমি এই অসত্য কলঙ্ক কল্লোলনী উদ্ধারহেতু এই কুপমগ্ন হইয় প্রাণ ত্যাগ করি”। কিন্তু বৃদ্ধ ভাৰ্য্যার এই দুরাচরণ পরিত্যাগ করাইবার নিমিত্ত আর কিঞ্চিংকাল রাখিয়া যথোচিত তিরস্কারপূর্বক গৃহে আমিতে দিবেন ভদ্ধেতু অপেক্ষা করিয়া রহিলেন, এই সময় নিশানাথ অস্তাচলচড়াবলম্বন করিবাতে গগনমণ্ডল ডিমিরাবৃত হইল, তস্কৃষ্টে দুষ্ট পরম আহলাদপ্রাপ্ত হইয়। ইষ্টসিদ্ধি করণার্থ কুপের নিকটবৰ্ত্তিনী হইল, এবং বিলাপ স্বরে এইরূপ খেদ করিতে লাগিল । হে পরমেশ্বর আমি এই পাঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিলন করিতেছি এইক্ষণে আমার প্রার্থন এই, যে প্রিয় স্বামির যেন