পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 সপ্তাচার্য্য উপাখ্যান । লাম কোন ক্রমেই এই ব্যভিচারাচরণ পরিত্যাগ হইল না অত এব এইক্ষণে ইহাকে বিহিত দণ্ডবিধান করিয়া পারদারিক সকল । কে সতর্ক কর । পরে প্রহরর তৎপত্নীর পরামর্শানুসারে উক্ত নিশাতে তাহীকে কারারুদ্ধ রাখিয় পরদিবস প্রভাতে পিলোরিনামক শূল প্রদান করল । তাৎপর্য্য। এই আখ্যায়িকাসমাধা করিয়া আচার্য্য কহিলেন, মহারাজ ! মহিষীর মন্ত্রণামুসারে রাজপুত্রকে নষ্ট করিলে সাধুসদৃশ সঙ্কটপন্ন হইবেন। রাজা স্ত্রীজাতিকে নিতান্ত অবিশ্বাসিনীবোধে ডাওক্লিসিয়ানের প্রাণদণ্ডে পরাঙমুখ হইলেন, ইহাতে শিক্ষক অসখ্য ধন্যবাদ পুরঃসর নির্দিষ্ট আবাস গমন করিলেন। _ এক পুত্র তাহার মতাপিতাকে বধ করিয়াছিল এই উদাহরণদ্বারা রাণী ডাওক্লিসিয়ানের মস্তুকচ্ছেদনাথ মহীপালকে মন্ত্রণ দিয়া মতান্তর করেন। রাজপুত্ৰ নিধন ন হইলে রাজী ক্ৰন্দনপুৰ্ব্বক ভূপালকে কহিলেন, হে রাজন! এতদিনবিধি আমার এই অভিমান ছিল, যে আমি তোমার প্রাণাধিক প্রিয়া, কিন্তু এইক্ষণে উক্ত গৰ্ব্ব খৰ্ব্ব হইল, আপনি আচার্যগণের অনর্থক গল্পে মনোনিবেশ করিড়েছেন, যেমত বায়ু সঞ্চারে ধ্বন্যায়ক শব্দ ইতস্তত ভ্রমণ করে