পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। २¢ তাদৃশ তাহদের ইতিহাসদ্বারা আপনার অন্তঃকরণ অস্থির হইয়াছে মহারাজ এমত রাজার লক্ষণ কুত্ৰাপি দেখি নাই এবং কোন ইতিহাসেও শ্রবণ করি নাই, সে যাহা হউক, এইক্ষণে মহারাজার মঙ্গলার্থ আমি কায়মনোবাক্যে যত্নবর্তী হইয়াছি, কিন্তু অন্য সকলে আপনার সৰ্ব্বনাশ করিতে সচেষ্টিত হইয়াছে, অতএব যেমন ইজিপ্ট দেশের এক ব্যক্তি এবং তৎপত্নী পুত্রের পরামর্শানুবন্তী হইয় পরলোক প্রাপ্ত হইয়াছিলেন আপনারও তদ্রুপ ঘটিবার সম্ভাবনা হইয়াছে, রাজ এই ইতিহাস শ্রবণে ব্যগ্রচিত্ত হইলে, রাণী আরম্ভ করলেন। ইতিহাস । রোম নগরে এক শ্রেষ্ঠী বাস করতেন, তিনি দূত ক্রীড়া এবং অপরিমিত বায়দ্বারা অল্পকাল মধ্যই দরিদ্রদশ প্রাপ্ত হইলেন, পরে পুত্ৰকে আহবান পুরঃসর জিজ্ঞাসা করিলেন, বৎস এমত কি উপায় আছে যে তদ্বারা পূৰ্ববং সংসার যাত্রা নিৰ্বাহ হইতে পারে, ঐ সন্তানেরও পিতার সদৃশ স্বভাব ছিল, সে কহিল, পিতঃ! আপনি যদি মম মতাবলম্বী হইয়| কৰ্ম্ম করেন তবে অমাদিগকে এ দুঃসহ দুঃখ ভোগ করিতে হয় না, শ্রেষ্টী এই উপায় শ্রবণেচ্ছক হইলে তাহার পুত্ৰ কহিল, " অকটেভিমান মহীপালের কোষ স্বর্ণ রৌপ্য ইত্যাদি ধনে পরিপূর্ণ আছে, অতএব আইস, আমরা কৌশলক্রমে উক্ত প্রাচীর ভেদ করিয়া সকল ধন সংগ্রহের উপায় চেষ্টা করি,” ইহাতে তাহার জনক সন্তুষ্ট হইয় কহিলেন, উত্তম যুক্তি কহিয়াছ, অনন্তর অভিপ্রেত আশা পূর্ণ করণার্থ প্রাচীরভেদক যন্ত্র, অর্থাং শিদকাঠা প্রস্তুত করিয়া পিতাপুত্রে এক নিশীথসময়ে ঐ ধনাগারে প্রবিষ্ট হইলেন, 히