পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ४ সপ্তাচাৰ্য্য উপাখ্যান । এবং যথা শক্তি ধনপহরণপূর্বক গৃহবহির্গত হইলেন, এবং এষ্ট ব্যাপার গোপন রাখিবার জন্য ঐ ছিদ্র সৃত্তিকাদ্বারা : অপ্রকাশ করিয় রাখিলেণ, অনন্তর নিজ নিকেতনে প্রত্যাগমন করিয়া মহাসমারোঙ্গে কাল যাপন করিতে লাগিলেন, এইরূপে কতিপয় দিবস মধ্যে ধন সকল ব্যয় হইলে, তাহার দেখিলেন যে এই টের্য্যের কোন জনরব হয় নাই, ইহাতেই পৃনৰ্বার সেই কার্যে প্রবৃক্ত হইবার মানস করিলেন। এদিগে কোষাধ্যক্ষ ধন হ্রাসে সন্দেহপ্রযুক্ত ইতস্ততঃ অমৃসন্ধান করিয়া প্রাচীরমধ্যে এক গৰ্ত্ত দেখিলেন, এবং মণিম্মযগণকে প্লুত করণ জন্য এক বৃহৎ কা%াধারে স্বর্ণরাশি পরিপূর্ণ করিয়া ঐ প্রাচীরের ছিদ্রমধ্যে এমত করিয়া রাখলেন যে কোন ব্যক্তি গৃধ গ্রবেশবামা নিঃসন্দেহ উক্ত আধারে পতিত হুইবে । শ্ৰেষ্ঠী এবং তৎপুত্ৰ নিতান্ত নিঃসম্বল হইয় একদিবস অন্ধকারাবৃত রজনীতে পুনর্মার চৌর্য্যাভিলানে যাত্র করিলেন, প্রথমতঃ পিতা প্রবিষ্ট হইবামাত্র ঐ পাত্রে পতিত হইলেন, এবং উদ্ধার উপায় না দেখিয়া পুত্ৰকে প্রবেশ হইতে নিষেধ করিলেন, অঙ্গজ কহিল, তাত ! এইক্ষণে এবিপদহইতে কি প্রকারে তোমকে মুক্ত করি, তাহার উপায় বল, তিনি কহিলেন, আমাদিগের কুল মান সন্ত্রম রক্ষার্থ আমার মস্তকচ্ছেদন কর তাহা হইলে অমীর দেহ পরিচিত হইবে না, ইহাতে পুত্র উভয় সঙ্কটাপন্ন হইয় }চন্ত করিতে লাগিল, পরিশেষে নিরুপায় দেখিয়া জনকের উত্তমঙ্গচ্ছেদন করিল, এবং তাহ এক গুপ্ত স্থানে বৃত্তিকাচ্ছা! ন করা বাটীত প্রত্যাগমনপূর্বক ভাবদ্ধৃত্তান্ত বর্ণন করিল,