পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচার্য্য উপাখ্যান। ミふ তাহার এমত উত্তম এক শুকসারিক ছিল যে সে যাহা দেখিত কিম্বা শ্রবণ করিত তাহা অবিকল বর্ণন করিতে পারিত। আর র্তাহার এক অলৌকিক রূপলাবণ্যযুক্ত যে যুবতী ভাৰ্য্যা ছিল, তিনি তাহাকে অত্যন্ত ভাল বাসিতেন, কিন্তু যুবর্তী পতিকে ঘৃণা করিয়া তাহার অবর্তমানে গৃহে জার আনিয়া বিহার করত, ইহা দেখিয়া সারিক প্রভুর প্রত্যাগমনকালীন সকল বৃত্তান্ত জ্ঞাত করাইল, এইরূপে তাহার কুযশঃ প্রচার হইলে সাধু তাহাকে যৎপরোনাস্তি তিরস্কার করতে লাগিলেন, যে কহিল, নাথ ! আমি নিতান্ত নিরপরাধিনী, অতএব এক পক্ষিণীর কথায় বিশ্বাস করিয়া এরূপ অপমান করা উচিত নতে, ইহাতে কেবল পরস্পর অপ্রণয় হইবে, তিনি কহিলেন, সরিক স্বচক্ষুতে দৃষ্টি করিয়াছে সুতরাং তোমার কথা অপেক্ষ তাহার কথা সম্পূর্ণ বিশ্বাস করিতে হইবে। ইহার কতিপয় দিবস পরে মহাজন কোন কৰ্ম্মোপলক্ষে নগরাস্তরে গমন করিলে সাধুপত্নী উপপতিকে গুপ্তভাবে গৃহে আসিতে শঙ্কেত করিল, অনন্তর সে উপস্থিত হইয়। কহিল, fপ্রয়ে ! পাছে সারী ইহা প্রকাশ করে এই আমার অত্যন্ত আশঙ্কা, সে কহিল, প্রাণনাথ! ভয় নাই, এ অন্ধকার নিশিতে সীরিক আমাদিগকে দেখিতে পাইবে না, ইহা শুনিয়া সারী কহিল, আমি তোমাদিগকে দেখিতে পাই নাই বটে, কিন্তু সকল কথা শুনিতেছি, অতএব এই সকল প্রভুসর্মীকে নিবেদন করিব, ইহাতে তাহার উপপতি ভীত হইলে সে কহিল, সখে ধৈর্য্য হও, আমি সারীকে সমুচিত প্রতিফল দিতেছি, ইহা বলিয়া অন্ধরান সময়ে গাত্রোথনিপূর্বক সহচরীকে এক সোপান আনিতে আদেশ করিল |

  • t 2